আয়োডিন কী
আয়োডিন মানবদেহের জন্য অতিজরুরি উপাদান। থাইরয়েড হরমোনের সংশ্লেষণে মূল ভূমিকা পালন করে এটি। আয়োডিনের অভাবে দেখা দেয় হাইপোথাইরডিজম। আর এতে অবসাদ, বিষণ্নতা, ওজন বৃদ্ধি, মস্তিষ্কের ক্রিয়াসংক্রান্ত জটিলতা, মোটর স্কিল বাধাপ্রাপ্ত হওয়াসহ অনেক সমস্যার লক্ষণ প্রকাশ পেতে পারে।
বেড়ে ওঠা শিশুর মস্তিষ্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। দেহে পর্যাপ্ত আয়োডিন থাকলে হরমোন বা অন্যান্য বিপাকসংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে হয়। স্বাস্থ্যবিদরা প্রতিদিন কমপক্ষে ১৫০ মাইক্রোগ্রাম আইয়োডিন গ্রহণ করতে বলেন। তবে গর্ভবতী ও নতুন মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি আয়োডিন নিতে হয়। এবার জেনে নেওয়া যাক আয়োডিনপূর্ণ খাবার বিষয়ে।
ডিম : বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, প্রোটিন, ভিটামিন ‘ই’ এবং ভিটামিন ‘এ’র দারুণ এক উৎস ডিম। একটি সিদ্ধ ডিম ১২ মাইক্রোগ্রাম আয়োডিন দেয়। দেহের দৈনন্দিন প্রয়োজনের ১০ শতাংশই মেলে একটি ডিমে।
ভুট্টা : এক কাপ ভুট্টা দানায় ২৪ মাইক্রোগ্রাম আয়োডিন থাকে। কাজেই দুই কাপ ভুট্টা খেলে প্রতিদিনের চাহিদার ৪০ শতাংশ পেয়ে যাবেন। এতে আরো আছে আঁশ, বিভিন্ন ধরনের ‘বি’ ভিটামিন এবং প্রোটিন।
আলুবোখারা : সাধারণত মুখরোচক খাবারের মসলা হিসেবে চিনি আমরা। বিরিয়ানি পাকাতে আলুবোখারা ছাড়া অনেকেরই চলে না।
যদি ১০টি শুকনো আলুবোখারা খান তবে প্রতিদিনের চাহিদার ১৮ শতাংশ আয়োডিন পাবেন। এতে খাদ্য-আঁশ, পটাসিয়াম, আয়রন এবং ভিটামিন ‘কে’ রয়েছে পর্যাপ্ত পরিমাণে।
অর্গানিক পনির : এর এক আউন্সে পাবেন ১২ মাইক্রোগ্রাম আয়োডিন। এতে ক্যালোরিও থাকে বেশি। বিশেষ করে শিশুদের আয়োডিনের চাহিদা মেটাতে অর্গানিক পনির ভরসা হতে পারে।
অর্গানিক আলু : আয়োডিনপূর্ণ খাবারের তালিকায় অর্গানিক আলুর স্থান অনেক ওপরে। একটি মাঝারি আকারের সিদ্ধ আলুতে পাওয়া যাবে ৬০ মাইক্রোগ্রাম আয়োডিন। আরো আছে প্রচুর কার্বোহাইড্রেট, যা শরীরে শক্তি জোগায়। ক্ষুধাও মেটায় এই আলু।
স্ট্রবেরি : এই ফলের প্রতিটিতে রয়েছে ১৩ মাইক্রোগ্রাম আয়োডিন।
অর্গানিক ফ্যাক্টস অবলম্বনে সাকিব সিকান্দার