ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

রওশন এরশাদ এখন সংসদে উপনেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রওশন এরশাদ এখন সংসদে উপনেতা

দশম সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এখন একাদশ সংসদে বিরোধীদলীয় উপনেতা। চলতি সংসদের বিরোধীদলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের প্রস্তাব অনুসারে গত ২৪ মার্চ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। এর আগে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য জি এম কাদেরকে বিরোধীদলীয় উপনেতা নির্বাচিত করা হয়।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, একাদশ সংসদে নতুন সরকার গঠনের পর সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের পত্রের পরিপ্রেক্ষিতে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের পরিবর্তে রওশন এরশাদকে বিরোধীদলীয় উপনেতার স্বীকৃতি প্রদান করেন স্পিকার।

মন্তব্য

সম্পর্কিত খবর

সাইফুল হক

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের প্রকৃত আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি। গত এক বছরে গণ-অভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনার বিপরীতেই হেঁটেছে সরকার। ফলে বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে। রাজনৈতিক দল ও জনগণের অভূতপূর্ব সমর্থনে গঠিত সরকার বিস্ময়করভাবে নিজেদের দুর্বল ও অকার্যকর করে তুলছে।

এ কারণে সাধারণ মানুষ আবারও হতাশায় নিমজ্জিত হতে শুরু করেছে। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত শহীদ স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক এসব কথা বলেন।

শ্রমিক নেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে সাইফুল হক আরো বলেন, প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে সরকার নিজেকে ব্যর্থ করে তুলছে। আর পতিত ফ্যাসিবাদী শক্তিসহ অনেকেই এই পরিস্থিতির সুযোগ নিতে তৎপর রয়েছে।

কেউ কেউ ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে বসে আছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের নিরাপত্তা বিপজ্জনক মোড় নেবে এবং গণতান্ত্রিক উত্তরণ কঠিন হবে। বিদ্যমান নৈরাজ্য ও মব সন্ত্রাস চলতে দিলে দেশ অচিরে বড় বিপর্যয়ে নিক্ষিপ্ত হবে। আর সরকার নিজের নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারলে জাতীয় নির্বাচনও বড় ঝুঁকির মধ্যে পড়বে।
বিচার ও সংস্কারের পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, গণ-অভ্যুত্থানে নারীদের বড় অংশগ্রহণ থাকলেও গণ-অভ্যুত্থান নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারেনি। অভ্যুত্থান-পরবর্তী সময়ে নারীবিদ্বেষী তৎপরতায় নারীরা আরো বিপন্ন হয়েছে। এসব তৎপরতা বন্ধের দাবি জানান তিনি।

মন্তব্য

মাইলস্টোন অনিরাপদ এলাকায় অবস্থিত

    বিআইপির অনুসন্ধান
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মাইলস্টোন অনিরাপদ এলাকায় অবস্থিত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ অনিরাপদ এলাকায় অবস্থিত। কারিগরিভাবে বৈধ হলেও শিক্ষাপ্রতিষ্ঠানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ার (বিমান উড্ডয়ন ও অবতরণ অঞ্চল) মধ্যে পড়েছে। বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ায় থাকা স্কুল, কলেজ, মাদরাসাসহ জনসমাগম হয়এমন সব প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া উচিত। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা : জননিরাপত্তা ও উন্নয়ন নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায় ও করণীয় শীর্ষক এক তাৎক্ষণিক অনুসন্ধান প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে।

গতকাল শুক্রবার রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বিআইপি। সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরে বিআইপির যুগ্ম সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম জানান। বিমানবন্দরের রানওয়ের পর ৫০০ ফুট এলাকায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যায় না। এর পরের ১৩ হাজার ফুট বা প্রায় চার কিলোমিটার অঞ্চলকে অ্যাপ্রোচ এরিয়া বলা হয়, যেখান দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ করে।

প্রতিবেদনে বলা হয়, অ্যাপ্রোচ এলাকায় ১৫০ ফুট উচ্চতার স্থাপনা নির্মাণে সরকারের নগর কর্তৃপক্ষ ও বিমান চলাচল কর্তৃপক্ষের দিক থেকে কোনো বাধা নেই। সেসব স্থাপনার কী ধরনের ব্যবহার হবে, সে বিষয়েও কোনো নির্দেশনা নেই সরকারের সংস্থাগুলোর। প্রতিবেদনে বলা হয়, অ্যাপ্রোচ এলাকায় এ ধরনের স্থাপনা কারিগরিভাবে বৈধ হলেও কার্যত অনিরাপদ।

 

মন্তব্য

২ ট্রিলিয়ন ডলারের জলবায়ু ক্ষতির চাপে দরিদ্র জনগোষ্ঠী

    ‘ফ্রুগাল ইনোভেশন ফোরাম’ শুরু
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
২ ট্রিলিয়ন ডলারের জলবায়ু ক্ষতির চাপে দরিদ্র জনগোষ্ঠী

বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় প্রান্তিক জনগণের উদ্ভাবনী সমাধান ও স্বল্পব্যয়ে অভিযোজন কৌশলের ওপর গুরুত্ব দিয়ে সাভারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ফ্রুগাল ইনোভেশন ফোরাম (ফিফ) ২০২৫। ব্র্যাকের আয়োজনে এবারের সম্মেলনের প্রতিপাদ্য—‘কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায় জলবায়ু অভিযোজন

গতকাল শুক্রবার ব্র্যাক সিডিএমে সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও ক্লাইমেট ভালনারেবল ফোরাম-এর মহাসচিব মোহাম্মদ নাশিদ।

আসিফ সালেহ বলেন, বর্তমানে প্রতিবছর জলবায়ুজনিত কারণে ২.৩ ট্রিলিয়ন ডলারের মতো ক্ষতি হচ্ছে, যার মূল চাপ পড়ছে দক্ষিণ গোলার্ধের দরিদ্র জনগোষ্ঠীর ওপর। তিনি অভিযোজনকে শুধু টিকে থাকার জন্য নয়, মর্যাদা, জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে বিবেচনার আহবান জানান।

মোহাম্মদ নাশিদ বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য কার্যকর নয়। উন্নয়নশীল দেশগুলো টেকসই জ্বালানি ও অবকাঠামোয় বিনিয়োগ করতে পারছে না, কারণ ঋণ গ্রহণের খরচ এখনো তাদের জন্য খুব বেশি।

ফোরামের প্রথম দিনে পাঁচটি বিশেষ অধিবেশনে কৃষি, প্রকৃতিভিত্তিক সমাধান, জলবায়ু তথ্য, বাজারসংযোগ ও ডিজিটাল সেবা নিয়ে আলোচনা হয়।

উদ্ভাবনী উদ্যোগে বিশেষভাবে আলোচনায় আসেন ফ্রুগাল ইনোভেশন ফেলো কেনিয়ার এসথার কিমানি, রুয়ান্ডার ঘিসলেইন ইরাকোজে ও বাংলাদেশের মুবাসসির তাহমিদ। এ ছাড়া উইগ্রো, ইনসোরকাউ, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সসহ একাধিক প্রতিষ্ঠান প্রযুক্তিনির্ভর অভিযোজন কৌশল প্রদর্শনীতে তুলে ধরে।

ফোরামের দ্বিতীয় দিন আজ শনিবার বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সমাপনী ভাষণ দেবেন ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান।

মন্তব্য

সাংবাদিককে চাপাতির আঘাত করে ছিনতাই চার পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাংবাদিককে চাপাতির আঘাত করে ছিনতাই চার পুলিশ প্রত্যাহার

রাজধানীর মোহাম্মদপুরে গত বৃহস্পতিবার রাতে এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ফোন ছিনতাই করে ছিনতাইকারীরা। পরে পুলিশের সহযোগিতা চেয়েও পাননি ওই সাংবাদিক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পর চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে। এ ছাড়া অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার ও মোবাইল ফোন উদ্ধার
করেছে পুলিশ।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, থানায় গিয়ে সহযোগিতা চাইলে মোহাম্মদপুর থানার ওসি তাঁকে বলেন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)। আর প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন সাব-ইন্সপেক্টর জসিম উদ্দিন, এএসআই আনোয়ারুল, কনস্টেবল নুরন্নবী ও মাজেদ। 

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানের বক্তব্য জানতে ফোন করলে তিনি ফোন ধরেননি।

তবে থানার এক কর্মকর্তা জানান, এ ঘটনায় এএসআই আনোয়ারুলকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া আরো একজন সাব-ইন্সপেক্টর ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। 

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ