kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

খেলা নিয়ে দ্বন্দ্ব

কুমিল্লায় আহত স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১১ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকুমিল্লার দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকায় খেলা নিয়ে দ্বন্দ্বে ক্রিকেট ব্যাটের আঘাতে আহত স্কুলছাত্র সাজ্জাতুল ইসলাম অনিক মারা গেছে। গত শুক্রবার দুপুরে আহত ওই ছাত্রকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল রবিবার ভোরে সে মারা যায়। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনিক স্থানীয় নেউরা এম আই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকায় গত শনিবার দুপুরে ক্রিকেট খেলা নিয়ে নগরের উত্তরচর্থা এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. ইউসুফ ইমামের সঙ্গে দিশাবন্দ গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে সাজ্জাতুল ইসলাম অনিকের (১৬) দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে একপর্যায়ে ইউসুফ ইমাম ক্রিকেট ব্যাট দিয়ে অনিকের মাথার পেছনে এলোপাতাড়ি আঘাত করে। এতে সে চেতনা হারায়। পরে গতকাল রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. মামুন উর রশিদ জানান, গতকাল বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি।

মন্তব্যসাতদিনের সেরা