ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিংয়ের দায়ে সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ গতকাল বলেছেন, অভিযোগের ভিত্তিতে বিভাগের একাডেমিক মিটিংয়ে পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, নবীন তিন ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে র্যাগিং করে ওই বিভাগের প্রথম ব্যাচের পাঁচ শিক্ষার্থী। অভিযোগের ভিত্তিতে বিভাগীয় একাডেমিক সভায় প্রথম ব্যাচের মেহেদী হাসান, মেহেদী হাসান রোমন, সুমাইয়া খাতুন, আহমেদ জুবাইর সিদ্দিকী ও মুহিদ হাসানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
মন্তব্য