kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

মরক্কোর হাসপাতালে তিন বাংলাদেশির লাশ

নিজস্ব প্রতিবেদক   

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমরক্কো ও আলজেরিয়ার সীমান্তে ঔজদা এলাকায় একটি হাসপাতালে তিন অজ্ঞাতপরিচয় বাংলাদেশির লাশ পড়ে আছে। ঔজদা হাসপাতালে থাকা লাশগুলো বিভিন্ন সময়ে উদ্ধার করা। লাশগুলো অনেকটাই গলিত অবস্থায় আছে ফলে এখনো তাদের নাম-পরিচয়ের সন্ধান করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। তাদের সঙ্গে পাওয়া পাসপোর্টগুলো থেকে তাদের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, ঔজদা হাসপাতালে পড়ে থাকা লাশগুলোর সঙ্গে পাওয়া পাসপোর্টগুলোও ছিল রক্তে রঞ্জিত। সেখান থেকে তাদের নাম-ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে। লাশগুলোর মধ্যে ৪ ফেব্রুয়ারি উদ্ধার হওয়া একজনের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে। তার পাসপোর্ট নম্বর বিই০৯৬৮৯১৯, জন্ম তারিখ ১৯৭৫ সালের ২০ ফেব্রুয়ারি।

 

মন্তব্যসাতদিনের সেরা