শিক্ষক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গতকাল সোমবার ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অথচ অনুষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি ছিল খুবই কম। বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন জ্যেষ্ঠ শিক্ষকরা।
জানা যায়, রসায়ন বিভাগের আয়োজনে সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে ড. জোহা স্মারক বক্তৃতা অনুষ্ঠান হয়।
এতে উপস্থিত হতে বেশ কয়েক দিন আগ থেকেই বিভাগগুলোকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়। রাবিতে ৯টি অনুষদের অন্তর্ভুক্ত ৫৯টি বিভাগ ও পাঁচটি পৃথক ইনস্টিটিউট মিলিয়ে এক হাজার ২০০ জনের মতো শিক্ষক রয়েছেন। অথচ শিক্ষক দিবসের এ অনুষ্ঠানে মাত্র ৪৫-৫০ জন শিক্ষক এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী ছাড়া অন্যান্য বিভাগের দু-একজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, ড. জোহা শুধু রসায়ন বিভাগেরই শিক্ষক ছিলেন না, তিনি প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষক ছিলেন।
তাঁর অনুষ্ঠানে অন্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের এমন উপস্থিতিতে তাঁরা আশাহত।
অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান বলেন, ‘আমরা প্রতিটি বিভাগকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছি। তবে অন্যান্য বারের তুলনায় এ বছর শিক্ষকদের উপস্থিতি বেশি।’
রাবি উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, ‘আমরা অনুষ্ঠানে আরো বেশি শিক্ষকের উপস্থিতি আশা করি।
’