kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

প্রধানমন্ত্রীর ‘লেটস টক’ অনুষ্ঠান স্থগিত

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতরুণদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘লেটস টক’ অনুষ্ঠানটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৬ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠানটি বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচার করার কথা ছিল।

সিআরআই জানিয়েছে, অনুষ্ঠানটি অদূর ভবিষ্যতে নতুন তারিখে হবে।

নতুন প্রজন্ম ও বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভবিষ্যৎ ভাবনার কথা জানানো, সেই সঙ্গে তরুণদের স্বপ্নের কথা, স্বপ্ন পূরণের কথা এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা শোনার জন্য এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়।

বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুসারে, দেশের তরুণদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরুণদের কাছে তিনি কেন এত জনপ্রিয়, সেটা তুলে ধরার জন্য সিআরআই প্রধানমন্ত্রীর ‘লেটস টক’ অনুষ্ঠানের উদ্যোগ নেয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে বাছাই করা ১৫০ জন অংশগ্রহণকারী তরুণের সঙ্গে দেশের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করার কথা ছিল প্রধানমন্ত্রীর।

মন্তব্য