ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭
মিরসরাইয়ে গতিহারা ট্রাক নিল পাঁচ প্রাণ

হালকা লাইসেন্সে ট্রাক চালাচ্ছিল চালক

এনায়েত হোসেন মিঠু, মিরসরাই (চট্টগ্রাম)
এনায়েত হোসেন মিঠু, মিরসরাই (চট্টগ্রাম)
শেয়ার
হালকা লাইসেন্সে ট্রাক চালাচ্ছিল চালক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘিতে অটোরিকশাস্ট্যান্ডের ওপর ট্রাক চালিয়ে দেওয়া রবিউল হোসেন ওরফে শাহীন ছিল চালক হিসেবে আনাড়ি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভারী যানবাহনে (ট্রাক) বসে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছিল সে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, একজন ব্যক্তিকে পেশাদার হালকা মোটরযান চালানোর ড্রাইভিং লাইসেন্স পেতে হলে ন্যূনতম বয়স ২০ বছর হতে হয়। এরপর পেশাদার মধ্যম মোটরযানের ড্রাইভিং লাইসেন্স প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে ২৩ বছর।

আর পেশাদার ভারী মোটরযান চালানোর ড্রাইভিং লাইসেন্স প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২৬ বছর।

জোরারগঞ্জ  হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘাতক ট্রাকের চালক শাহীনের বয়স মাত্র ২২ বছর। সে ১৮ বছর বয়সে ভারী মোটরযানের হেলপার হিসেবে কাজ শুরু করে। বছর দুয়েক আগে পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভারী যানবাহন চালানো শুরু করে শাহীন।

এদিকে লাইসেন্স প্রাপ্তিতে বিআরটিএর আরো কিছু নিয়ম ঘেঁটে জানা যায়, পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স পেতে হলে একজন প্রার্থীকে প্রথমে হালকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। এর ন্যূনতম তিন বছর পর সে পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। আর মধ্যম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কমপক্ষে তিন বছর পর ভারী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়।

বিআরটিএর তথ্য অনুযায়ী একজন চালক ন্যূনতম ২৬ বছর বয়সে হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারে।

তা-ও আবার ২০ বছর বয়সে হালকা যান চালানো শুরু করে তিন বছর করে দুই দফা অভিজ্ঞতা সঞ্চয়ের পর।

তাহলে সংগত কারণে জনমনে প্রশ্ন জাগতে পারে মাত্র ২২ বছর বয়সে কী করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো জাতীয় সড়কে চালক শাহীন এত দিন ট্রাক চালিয়ে আসছিল? তবে কি মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় এত দিন চালক শাহীন আইনের হাত থেকে পার পেয়ে গেছে?

মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার বলেন, ‘আটক ট্রাকচালক শাহীনের বয়স ২২ বছর। ট্রাকে থাকা গাড়ির কাগজপত্র ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। আমরা নিশ্চিত হয়েছি, চালক শাহীনের কাছে ভারী যান চালানোর ড্রাইভিং লাইসেন্স ছিল না। তার লাইসেন্স পেশাদার হালকা যান চালানোর জন্য ইস্যু করা।

জামিনযোগ্য ধারায় মামলা :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা করেছে হাইওয়ে পুলিশ। গত মঙ্গলবার চালক শাহীনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল বুধবার তাকে আদালতে হাজির করা হলে আদালত শাহীনকে জেলহাজতে পাঠান।

এদিকে পাঁচজনের প্রাণহানির ঘটনায় দণ্ডবিধির ৩০৪ (খ) ধারা উল্লেখ করে মামলা করেছে পুলিশ, যা জামিনযোগ্য। এ ধারায় সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ড। এ ছাড়া চালক শাহীনের পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্সের বিষয়টি জেনেও ট্রাকের মালিক মোজাম্মেল হোসেন তার হাতে তুলে দিয়েছিলেন গাড়ির স্টিয়ারিং। অথচ থানায় দায়ের করা মামলায় ট্রাকের মালিককে আসামি করা হয়নি।

জানা গেছে, চট্টগ্রামের মাঝিরঘাট ট্রাক মালিক সমিতির অন্তর্ভুক্ত ওই ট্রাকের মালিক মোজাম্মেল হোসেন। এটির দেখভালের দায়িত্ব মোহাম্মদ বাহাদুর নামের এক ব্যক্তির কাছে। গতকাল বুধবার মালিক মোজাম্মেল হোসেনের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করলে সংযুক্ত হন মোহাম্মদ বাহাদুর নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘ঘটনার পর পর ট্রাকের মালিক মোজাম্মেল অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন কথা বলতে পারবেন না। ওই ট্রাকটি সব সময় আমি নিজেই দেখাশোনা করি।’

চালক শাহীনের ড্রাইভিং লাইসেন্স পেশাদার হালকা শ্রেণির জানার পরও কেন তার হাতে ট্রাক চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল জানতে চাইলে বাহাদুর বলেন, ‘তার লাইসেন্স আছে জানতাম। হালকা না ভারী তা আমরা দেখিনি। ঘটনার পর বিষয়টি জেনেছি।’

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার জানান, ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন বাদী হয়ে ঘটনার দিন সন্ধ্যায় জোরারগঞ্জ থানায় ৩০৪ (খ) ধারায় মামলাটি করেন। মামলায় ঘাতক ট্রাকের চালক রবিউল হোসেন ওরফে শাহীনকে প্রধান ও একমাত্র আসামি করা হয়েছে। নতুন পাস হওয়া আইন এখনো কার্যকর না হওয়ায় পুরনো আইনেই মামলা করা হয়েছে।

ট্রাকের মালিককে আসামি না করার যৌক্তিক কারণ জানতে চাইলে সোহেল সরকার বলেন, ‘আমরা মামলা তদন্ত করছি। মালিক যদি কোনো কারণে দায়ী থাকেন অবশ্যই তাঁকে মামলার আওতায় আনা হবে।’

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, ‘গ্রেপ্তারের পর চালক শাহীনকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। দুর্ঘটনার সময় ঘুমের ঘোরে থাকার কথা সে অস্বীকার করেছে। তার দেওয়া ভাষ্য মতে ট্রাকে থাকা ভারী এমএস শিটের (লোহা) কয়েল নির্দিষ্ট স্থান থেকে সরে যাওয়ার ফলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

মানববন্ধন ও বিক্ষোভ

শেয়ার
মানববন্ধন ও বিক্ষোভ
৪৩তম বিসিএস নন-ক্যাডার এর অধিযাচিত সকল পদে দ্রুত সার্কুলার প্রকাশের দাবিতে গতকাল সকালে আগারগাঁওয়ের পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় ১২ বছরের শিশু এবং রমনায় একটি বাসা থেকে সুফিয়া আক্তার (১০) নামে অপর এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টা ও ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেশিশুটিকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে গৃহকর্মী ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

 

মন্তব্য

চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মারধর ও গুলির ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন মো. আব্বাস, মো. ইয়ামিন, মো. সোহেল, মো. মাজহারুল ও মো. চাঁদ মিয়া।

গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য দেন। তিনি বলেন, এর আগে গত রবিবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা আট।

এ ঘটনায় মামলার এজাহার ও ভুক্তভোগীর বিবরণে বলা হয়, গত ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করে।

দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন।

মন্তব্য
সংক্ষিপ্ত

ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২

রাজধানীর ওয়ারী থানায় হামলার শিকার হয়েছে সৈয়দ রেদোয়ান মাওলা (১৭) নামের এক শিক্ষার্থী। পরে এলাকাবাসী হামলাকারীদের মধ্যে আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুল (১৯) নামের দুই কিশোরকে আটক করে পুলিশে দেয়।

রবিবার রাত ৯টার দিকে হাটখোলা রোডে ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, হামলাকারী ও ভুক্তভোগী সবাই শিক্ষার্থী।

তাদের মধ্যে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ওই রাতে পাঁচ-ছয়জন শিক্ষার্থী তাকে মারধর করছিল। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে পুলিশে দেয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ