kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

১৪ দলের নেতাদের মত

জাতীয় ঐক্যপ্রক্রিয়া বিএনপিকে উদ্ধার করার জোট

নিজস্ব প্রতিবেদক   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্ষমতাসীন জোট ১৪ দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার মতে, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়া মূলত বিপদগ্রস্ত বিএনপিকে উদ্ধার করার জোট। এ দেশের মানুষ তাদের গ্রহণ করবে না। গতকাল শনিবার জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রথম নাগরিক সমাবেশ আয়োজনের পর এমন অভিমত জানান তাঁরা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কালের কণ্ঠকে বলেন, ‘ওয়ান-ইলেভেনের কুশীলবরা সবাই এক হয়েছে। এরা সবাই ড্রয়িং রুমে থাকা রাজনীতিবিদ। ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়ার লোভে এরা মাঠে নেমেছে।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যের মূলশক্তি থাকবে বিএনপি ও জামায়াত। ড. কামাল ও বদরুদ্দোজা চৌধুরী থাকবেন শুধু সাক্ষী গোপাল।

 

মন্তব্যসাতদিনের সেরা