kalerkantho

বৃহস্পতিবার । ৬ ফাল্গুন ১৪২৬ । ২০ ফেব্রুয়ারি ২০২০। ২৫ জমাদিউস সানি ১৪৪১

নাটোরে বিক্ষোভ মিছিল

খালেদা জিয়াসহ দলের নেতাদের মুক্তি দাবি

নাটোর প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সভাপতিসহ আটক বিএনপি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের হাফ রাস্তা এলাকা থেকে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ঘুরে পুনরায় হাফ রাস্তা এলাকায় ফিরে যায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রণি প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা