ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭
কনস্টেবল নিয়োগে ৮০ লাখ টাকা বাণিজ্য

অভিযুক্ত পুলিশ কর্তাকে অব্যাহতি!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
অভিযুক্ত পুলিশ কর্তাকে অব্যাহতি!

কনস্টেবল নিয়োগে ৮০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলা থেকে পুলিশের এক কর্মকর্তাসহ দুই আসামিকে অব্যাহতির আবেদন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে ২০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে চার লাখ টাকা করে মোট ৮০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া ওই মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আর মামলার আসামি ঢাকা রেঞ্জ পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) সাহাবুদ্দিনসহ দুজন।

ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ রাশেদ মোবারক সম্প্রতি নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

তিনি জানান, মামলার দুজন আসামি এএসআই সাহাবুদ্দিন ও বাদশাকে অভিযুক্ত করার মতো কোনো ধরনের আনুষঙ্গিক ডকুমেন্ট উপস্থাপন করতে পারেনি মামলার বাদীসহ অন্যরা। ঘটনার সঙ্গে এএসআই সাহাবুদ্দিন ও বাদশার কোনো সম্পৃক্ততা না পাওয়া যাওয়ায় তাঁদের অব্যাহতি দিতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। 

জানা গেছে, কনস্টেবল পদে নিয়োগের জন্য গত ২৪ ফেব্রুয়ারি ফতুল্লার পুলিশ লাইনস মাঠে শারীরিক যোগ্যতা পরীক্ষায় ছয় শতাধিক প্রার্থীকে বাছাই করা হয়। ওই পরীক্ষায় প্রতারণার শিকার হওয়া তরুণদের অনেকে বাদ পড়লে ঘুষ নেওয়ার বিষয়টি ফাঁস হয়ে যায়।

গণমাধ্যমে খবর প্রকাশের পর ২৫ ফেব্রুয়ারি পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদি চানপুর এলাকার মোতাহার হোসেন ভূইয়ার ছেলে স্বদেশ ভূইয়া বাদী হয়ে বন্দর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন এসবির এএসআই ও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নিশং এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন এবং একই এলাকার মোশারফের ছেলে বাদশা। মামলায় অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, কনস্টেবল পদে নিয়োগ সামনে রেখে কলাগাছিয়া ইউনিয়নের বাইতুল্লাহ মসজিদের পূর্ব পাশে গ্যালাক্সি স্কুলের ভেতরে প্রত্যাশা নামে একটি কোচিং সেন্টার খোলেন এএসআই সাহাবুদ্দিন ও বাদশা। সেখানে কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে স্বদেশ, সিয়াম, মোস্তাকিম, রায়হান, তৌহিদ, মারুফা আক্তার মলি, রুবেলসহ ২০ জনের কাছ থেকে চার লাখ করে টাকা হাতিয়ে নেন সাহাবুদ্দিন ও বাদশা। ওই মামলা দায়েরের পর গত ২৭ ফেব্রুয়ারি এএসআই সাহাবুদ্দিনকে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক রাশেদ মোবারক। তবে গ্রেপ্তার হলেও অসুস্থ দেখিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি রাখার পর আদালত থেকে জামিন পান এএসআই সাহাবুদ্দিন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সাইফুল হক

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের প্রকৃত আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি। গত এক বছরে গণ-অভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনার বিপরীতেই হেঁটেছে সরকার। ফলে বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে। রাজনৈতিক দল ও জনগণের অভূতপূর্ব সমর্থনে গঠিত সরকার বিস্ময়করভাবে নিজেদের দুর্বল ও অকার্যকর করে তুলছে।

এ কারণে সাধারণ মানুষ আবারও হতাশায় নিমজ্জিত হতে শুরু করেছে। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত শহীদ স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক এসব কথা বলেন।

শ্রমিক নেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে সাইফুল হক আরো বলেন, প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে সরকার নিজেকে ব্যর্থ করে তুলছে। আর পতিত ফ্যাসিবাদী শক্তিসহ অনেকেই এই পরিস্থিতির সুযোগ নিতে তৎপর রয়েছে।

কেউ কেউ ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে বসে আছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের নিরাপত্তা বিপজ্জনক মোড় নেবে এবং গণতান্ত্রিক উত্তরণ কঠিন হবে। বিদ্যমান নৈরাজ্য ও মব সন্ত্রাস চলতে দিলে দেশ অচিরে বড় বিপর্যয়ে নিক্ষিপ্ত হবে। আর সরকার নিজের নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারলে জাতীয় নির্বাচনও বড় ঝুঁকির মধ্যে পড়বে।
বিচার ও সংস্কারের পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, গণ-অভ্যুত্থানে নারীদের বড় অংশগ্রহণ থাকলেও গণ-অভ্যুত্থান নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারেনি। অভ্যুত্থান-পরবর্তী সময়ে নারীবিদ্বেষী তৎপরতায় নারীরা আরো বিপন্ন হয়েছে। এসব তৎপরতা বন্ধের দাবি জানান তিনি।

মন্তব্য

মাইলস্টোন অনিরাপদ এলাকায় অবস্থিত

    বিআইপির অনুসন্ধান
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মাইলস্টোন অনিরাপদ এলাকায় অবস্থিত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ অনিরাপদ এলাকায় অবস্থিত। কারিগরিভাবে বৈধ হলেও শিক্ষাপ্রতিষ্ঠানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ার (বিমান উড্ডয়ন ও অবতরণ অঞ্চল) মধ্যে পড়েছে। বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ায় থাকা স্কুল, কলেজ, মাদরাসাসহ জনসমাগম হয়এমন সব প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া উচিত। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা : জননিরাপত্তা ও উন্নয়ন নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায় ও করণীয় শীর্ষক এক তাৎক্ষণিক অনুসন্ধান প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে।

গতকাল শুক্রবার রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বিআইপি। সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরে বিআইপির যুগ্ম সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম জানান। বিমানবন্দরের রানওয়ের পর ৫০০ ফুট এলাকায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যায় না। এর পরের ১৩ হাজার ফুট বা প্রায় চার কিলোমিটার অঞ্চলকে অ্যাপ্রোচ এরিয়া বলা হয়, যেখান দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ করে।

প্রতিবেদনে বলা হয়, অ্যাপ্রোচ এলাকায় ১৫০ ফুট উচ্চতার স্থাপনা নির্মাণে সরকারের নগর কর্তৃপক্ষ ও বিমান চলাচল কর্তৃপক্ষের দিক থেকে কোনো বাধা নেই। সেসব স্থাপনার কী ধরনের ব্যবহার হবে, সে বিষয়েও কোনো নির্দেশনা নেই সরকারের সংস্থাগুলোর। প্রতিবেদনে বলা হয়, অ্যাপ্রোচ এলাকায় এ ধরনের স্থাপনা কারিগরিভাবে বৈধ হলেও কার্যত অনিরাপদ।

 

মন্তব্য

২ ট্রিলিয়ন ডলারের জলবায়ু ক্ষতির চাপে দরিদ্র জনগোষ্ঠী

    ‘ফ্রুগাল ইনোভেশন ফোরাম’ শুরু
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
২ ট্রিলিয়ন ডলারের জলবায়ু ক্ষতির চাপে দরিদ্র জনগোষ্ঠী

বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় প্রান্তিক জনগণের উদ্ভাবনী সমাধান ও স্বল্পব্যয়ে অভিযোজন কৌশলের ওপর গুরুত্ব দিয়ে সাভারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ফ্রুগাল ইনোভেশন ফোরাম (ফিফ) ২০২৫। ব্র্যাকের আয়োজনে এবারের সম্মেলনের প্রতিপাদ্য—‘কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায় জলবায়ু অভিযোজন

গতকাল শুক্রবার ব্র্যাক সিডিএমে সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও ক্লাইমেট ভালনারেবল ফোরাম-এর মহাসচিব মোহাম্মদ নাশিদ।

আসিফ সালেহ বলেন, বর্তমানে প্রতিবছর জলবায়ুজনিত কারণে ২.৩ ট্রিলিয়ন ডলারের মতো ক্ষতি হচ্ছে, যার মূল চাপ পড়ছে দক্ষিণ গোলার্ধের দরিদ্র জনগোষ্ঠীর ওপর। তিনি অভিযোজনকে শুধু টিকে থাকার জন্য নয়, মর্যাদা, জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে বিবেচনার আহবান জানান।

মোহাম্মদ নাশিদ বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য কার্যকর নয়। উন্নয়নশীল দেশগুলো টেকসই জ্বালানি ও অবকাঠামোয় বিনিয়োগ করতে পারছে না, কারণ ঋণ গ্রহণের খরচ এখনো তাদের জন্য খুব বেশি।

ফোরামের প্রথম দিনে পাঁচটি বিশেষ অধিবেশনে কৃষি, প্রকৃতিভিত্তিক সমাধান, জলবায়ু তথ্য, বাজারসংযোগ ও ডিজিটাল সেবা নিয়ে আলোচনা হয়।

উদ্ভাবনী উদ্যোগে বিশেষভাবে আলোচনায় আসেন ফ্রুগাল ইনোভেশন ফেলো কেনিয়ার এসথার কিমানি, রুয়ান্ডার ঘিসলেইন ইরাকোজে ও বাংলাদেশের মুবাসসির তাহমিদ। এ ছাড়া উইগ্রো, ইনসোরকাউ, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সসহ একাধিক প্রতিষ্ঠান প্রযুক্তিনির্ভর অভিযোজন কৌশল প্রদর্শনীতে তুলে ধরে।

ফোরামের দ্বিতীয় দিন আজ শনিবার বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সমাপনী ভাষণ দেবেন ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান।

মন্তব্য

সাংবাদিককে চাপাতির আঘাত করে ছিনতাই চার পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাংবাদিককে চাপাতির আঘাত করে ছিনতাই চার পুলিশ প্রত্যাহার

রাজধানীর মোহাম্মদপুরে গত বৃহস্পতিবার রাতে এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ফোন ছিনতাই করে ছিনতাইকারীরা। পরে পুলিশের সহযোগিতা চেয়েও পাননি ওই সাংবাদিক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পর চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে। এ ছাড়া অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার ও মোবাইল ফোন উদ্ধার
করেছে পুলিশ।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, থানায় গিয়ে সহযোগিতা চাইলে মোহাম্মদপুর থানার ওসি তাঁকে বলেন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)। আর প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন সাব-ইন্সপেক্টর জসিম উদ্দিন, এএসআই আনোয়ারুল, কনস্টেবল নুরন্নবী ও মাজেদ। 

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানের বক্তব্য জানতে ফোন করলে তিনি ফোন ধরেননি।

তবে থানার এক কর্মকর্তা জানান, এ ঘটনায় এএসআই আনোয়ারুলকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া আরো একজন সাব-ইন্সপেক্টর ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। 

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ