বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় প্রান্তিক জনগণের উদ্ভাবনী সমাধান ও স্বল্পব্যয়ে অভিযোজন কৌশলের ওপর গুরুত্ব দিয়ে সাভারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ফ্রুগাল ইনোভেশন ফোরাম (ফিফ) ২০২৫’। ব্র্যাকের আয়োজনে এবারের সম্মেলনের প্রতিপাদ্য—‘কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায় জলবায়ু অভিযোজন’।
গতকাল শুক্রবার ব্র্যাক সিডিএমে সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’-এর মহাসচিব মোহাম্মদ নাশিদ।
আসিফ সালেহ বলেন, ‘বর্তমানে প্রতিবছর জলবায়ুজনিত কারণে ২.৩ ট্রিলিয়ন ডলারের মতো ক্ষতি হচ্ছে, যার মূল চাপ পড়ছে দক্ষিণ গোলার্ধের দরিদ্র জনগোষ্ঠীর ওপর।’ তিনি অভিযোজনকে শুধু টিকে থাকার জন্য নয়, মর্যাদা, জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে বিবেচনার আহবান জানান।
মোহাম্মদ নাশিদ বলেন, ‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য কার্যকর নয়। উন্নয়নশীল দেশগুলো টেকসই জ্বালানি ও অবকাঠামোয় বিনিয়োগ করতে পারছে না, কারণ ঋণ গ্রহণের খরচ এখনো তাদের জন্য খুব বেশি।
’
ফোরামের প্রথম দিনে পাঁচটি বিশেষ অধিবেশনে কৃষি, প্রকৃতিভিত্তিক সমাধান, জলবায়ু তথ্য, বাজারসংযোগ ও ডিজিটাল সেবা নিয়ে আলোচনা হয়।
উদ্ভাবনী উদ্যোগে বিশেষভাবে আলোচনায় আসেন ফ্রুগাল ইনোভেশন ফেলো কেনিয়ার এসথার কিমানি, রুয়ান্ডার ঘিসলেইন ইরাকোজে ও বাংলাদেশের মুবাসসির তাহমিদ। এ ছাড়া উইগ্রো, ইনসোরকাউ, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সসহ একাধিক প্রতিষ্ঠান প্রযুক্তিনির্ভর অভিযোজন কৌশল প্রদর্শনীতে তুলে ধরে।
ফোরামের দ্বিতীয় দিন আজ শনিবার বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সমাপনী ভাষণ দেবেন ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান।