রাউজানের পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামে চুরি করতে এসে ধরা পড়ে জনতার পিটুনিতে দুজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে নিজেদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে চুরি করতে এসে গণপিটুনির শিকার হয় ওই দুজন। তাদের কাছ থেকে একটি রিভলভার ও একটি দেশি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো একই ইউনিয়নের খানপাড়ার মো. মোক্তার ও সাইফুল ইসলাম।
চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে দুজন নিহত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

পাহাড়তলী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আমীর হোসেন জানান, মোক্তার, সাইফুলসহ চার-পাঁচজন গতকাল ভোরে ঊনসত্তরপাড়া ভুপোল চৌধুরী বাড়ির শ্যামল দাশের ঘরে ঢুকে দুটি মোবাইল ফোনসেট চুরি করে। পরে তারা পার্শ্ববর্তী সিরাজ কলোনির ভাড়াটিয়া ব্যবসায়ী শাহ আলম ও পাশের বাসিন্দা আদিনাথ দাশের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ওই সময় ভুপোল চৌধুরী বাড়ির লোকজন ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করে। শাহ আলম ও আদিনাথ দাশের পরিবারের সদস্যরাও চিৎকার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শতাধিক লোক দুই চোরকে ধরে লাঠিসোঁটা দিয়ে মারতে মারতে পার্শ্ববর্তী ৩ নম্বর ওয়ার্ডের গৌরশংকর হাটে নিয়ে যায়। সেখানে বাজার শেডের পিলারের সঙ্গে বেঁধে দুজনকে আরো কয়েক দফা পিটুনি দেওয়া হয়।
বাজারের ইত্যাদি স্টোরের স্বত্বাধিকারী রতন বণিক বলেন, ‘সকাল ৭টায় দোকানে এসে দেখি টানাহেঁচড়া করে শখানেক মানুষ দুই চোরকে গৌরশংকর হাটে নিয়ে আসে। এরপর দুই চোরকে মারা যাওয়া অবস্থায় দেখি।
পাহাড়তলী ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম বলেন, ‘শুক্রবার ভোর ৪টার পর ঊনসত্তরপাড়া ভুপোল চৌধুরী বাড়ির এক ছেলে আমাকে ফোন করে বলে, ‘আমাদের এখানে চোর ঢুকেছে, আমরা দুজনকে ধরে ফেলেছি। তখন আমি তাকে বলি, ধৃতদের বেঁধে পুলিশকে খবর দেন। এরপর শুনি, দুই চোরকে গৌরশংকর হাটে নিয়ে গেছে। এরপর বাজারে এসে দেখি দুজনের মৃতদেহ বাজার শেডের পাকা পিলারের সঙ্গে বাঁধা অবস্থায় পড়ে আছে। পরে থানা পুলিশকে খবর দিই।’
সকাল সাড়ে ১১টার দিকে থানা থেকে পুলিশ আসে। দুপুর ১২টার পর আসেন থানার ওসি কেফায়েত উল্লাহ। তিনি জানান, বাজার শেডের পিলারের সঙ্গে বাঁধা অবস্থা থেকে উদ্ধারের পর মোক্তারের পেছনে কোমর থেকে একটি রিভলভার ও সাইফুলের কোমর থেকে দেশি পাইপগান পাওয়া গেছে।
ওসি বলেন, ‘সাইফুলের বিরুদ্ধে ইয়াবা, চুরি, মারামারিসহ দুটি এবং মোক্তারের বিরুদ্ধে একটি চুরির মামলার খোঁজ পেয়েছি। এর মধ্যে সাইফুল দুইবার, মোক্তার একবার জেলও খেটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি।’
এদিকে নিহত দুজনের পরিবারের কেউ ঘটনাস্থলে যায়নি। থানার এসআই মহসিন রেজা বলেন, ‘নিহতদের পরিবারের কেউ রাত ৮টা পর্যন্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
সম্পর্কিত খবর

মোদিকে হাঁড়িভাঙ্গা আম পাঠালেন প্রধান উপদেষ্টা
কালের কণ্ঠ ডেস্ক

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে পাঠানো হয়েছে। আমের চালান এরই মধ্যে সীমান্ত পেরিয়ে দিল্লিতে পৌঁছে গেছে। শিগগিরই সেটি প্রধানমন্ত্রী মোদির বাসভবন সাত নম্বর লোককল্যাণ মার্গে পাঠানো হবে বলেও জানা যাচ্ছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে সমপ্রতি শীতলতার আভাস দেখা গেলেও দুই দেশের সরকারপ্রধানের মধ্যে যে কূটনৈতিক সৌজন্য বজায় আছে, এই প্রীতি উপহার তারই প্রমাণ।
দিনদুয়েক আগেই মোদির নিজের রাজ্য গুজরাটে একটি সেতু ভেঙে পড়ে বহু মানুষ হতাহত হলে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নরেন্দ্র মোদিকে চিঠি লিখে শোক জ্ঞাপন করেছিলেন। এর আগে গত মাসে কোরবানির ঈদের সময় প্রধানমন্ত্রী মোদিও ড. ইউনূসকে চিঠি পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন।
প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে ১১ মাসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর মাত্র একবারই সশরীরে বৈঠক হয়েছে, যেটা হয়েছিল গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে। সূত্র : সংবাদ প্রতিদিন

২১ জুলাই যাত্রাবাড়ীতে মাদরাসা শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতীয়ভাবে স্মরণ করতে শিক্ষা মন্ত্রণালয় নানামুখী কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ২১ জুলাই ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তায় সর্বস্তরের মাদরাসা ছাত্র-শিক্ষকদের নিয়ে এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। ওই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রধান ক্যাম্পাসে এক মতবিনিময়সভা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম এবং যুগ্ম সচিব মনিরুজ্জামান ভূঁইয়া মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন।

সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা আরিফুল হকের
নিজস্ব প্রতিবেদক, সিলেট

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সিলেট নগরের বন্দরবাজারের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই ঘোষণা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। এ সময় সাংবাদিকদের আরিফুল হক চৌধুরী বলেন, ‘সামনে নির্বাচন। এ নির্বাচনের জন্য আমি সবার কাছে দোয়া চাই।

১৩ শতাধিক পররাষ্ট্র কর্মকর্তা ছাঁটাই যুক্তরাষ্ট্রে
কালের কণ্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির পররাষ্ট্র বিভাগের ১৩ শতের বেশি কর্মকর্তাকে ছাঁটাই করেছে, যার কার্যকারিতা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক ডেপুটি সেক্রেটারি মাইকেল রিগাস গতকাল জানান, পুনর্গঠনের প্রভাবে যেসব কর্মী প্রভাবিত হবেন, তাঁদের শিগগিরই জানানো হবে।
যদিও স্টেট ডিপার্টমেন্টের কেউ প্রকাশ্যে বলেননি ছাঁটাইয়ের প্রথম নোটিশ কবে দেওয়া হবে, কিন্তু ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ ই-মেইল সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়া বাস্তবায়ন শুক্রবার থেকেই শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি খাপ খাওয়াতে তাঁর বহুদিনের লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপ এটি।
এই পুনর্গঠনপ্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, একটি নতুন ‘আন্ডারসেক্রেটারি ফর ফরেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স’ পদ তৈরি করা, যা এরই মধ্যে সিনেটে পাস হয়েছে। এই পদ নতুনভাবে গঠিত ‘ব্যুরো অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবার’-এর দেখভাল করবে। সূত্র : সিএনএন