kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ আসছেন

‘রিভাইজ ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট’ চুক্তি সংশোধন হবে

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুলাই, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ আসছেন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন। ঢাকায় আগামী রবিবার দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকটি শনিবার হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে রবিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ‘রিভাইজ ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট’ চুক্তি সংশোধন হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদলসহ বিশেষ বিমানযোগে আজ বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে নামার কথা রয়েছে। আগামীকাল শনিবার সকালে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করবেন। এরপর সকাল ১১টার দিকে তিনি যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন করবেন। দুপুরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে তিনি একটি ফরেনসিক ল্যাব উদ্বোধন করবেন। রাতে বিজিবি সদর দপ্তর পিলখানায় তাঁর ডিনারে অংশগ্রহণের কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে যোগ দিতে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল আসছে। অন্যদিকে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মন্তব্যসাতদিনের সেরা