কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম কোরআন-সুন্নাহ্র বাণী দিয়ে সারাজীবন যুবকদের শান্তি ও কল্যাণের পথে ডেকেছেন। সৃষ্টির মাঝে নূরে মুহাম্মদীর আলো ছড়িয়ে মানবসেবায় গড়েছেন এক নতুন ইতিহাস।
গতকাল শনিবার রাজধানীর গুলিস্তানে কাজী বশির মিলনায়তন সম্মুখস্থ ময়দানে ঐতিহাসিক এশায়াত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঈদে মিলাদুন্নবী উদ্যাপন ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম (রহ.) স্মরণে মুনিরীয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।