kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

আত্মীয়ের লাশ দেখতে গিয়ে বাসের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক   

২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআত্মীয়ের লাশ দেখতে গিয়ে রাজধানীতে বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে রুনা আক্তার (৩৩) নামের এক নারীর। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মালিবাগ বাজারসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।  নিহতের স্বামী বাচ্চু মিয়া জানান, গতকাল সকালে এক আত্মীয়র মৃত্যু খবর শুনে রুনা পরিবারের সঙ্গে রামপুরা থেকে মালিবাগে যাচ্ছিলেন। মালিবাগ বাজারে রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রামপুরা থানার এসআই দুলাল আহমেদ বলেন, ‘এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে।’

মন্তব্যসাতদিনের সেরা