kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

‘মৃত্তিকা প্রতিবন্ধীবান্ধব অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক সুমন

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল   

২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার আদায় নিয়ে কাজ করা মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন প্রবর্তিত ‘মৃত্তিকা প্রতিবন্ধীবান্ধব সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০১৭’ পেলেন প্রথম আলোর ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা। গত শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুরে মৃত্তিকা অফিস চত্বরে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ সময় তাঁকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

২০১৬ সালে প্রবর্তিত অ্যাওয়ার্ডটি প্রথমবার পান কালের কণ্ঠ’র হাওরাঞ্চলের নিজস্ব প্রতিবেদক নাসরুল আনোয়ার।

অনুষ্ঠানে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার সভাপতি অধ্যক্ষ আ কা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের এমপি মো. আফজাল হোসেন। সঞ্চালনা করেন মৃত্তিকার চেয়ারপারসন ও প্রতিবন্ধিতা বিষয়ের গবেষক ম. মাহবুবুর রহমান ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, বিচারক মুহাম্মদ সামছুল ইসলাম, অভিনেত্রী ও নাট্যনির্দেশক তাজিন আহমেদ, পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা