‘সহায়ক সরকারের দাবি পূরণ না করে যদি দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় তাহলে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী আরো বলেন, ‘বাংলাদেশের প্রকৃত রণাঙ্গনের মুক্তিযুদ্ধের দল বিএনপি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি বলে তাদের (আওয়ামী লীগ) অনুশোচনাবোধ কাজ করে।