বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন রোগীর স্বজনের ওপর ইন্টার্ন চিকিৎসকদের অমানবিক নির্যাতন ও মারধরের প্রমাণ পেয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। এর ভিত্তিতে দায়ী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার স্বাস্থ্য খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান। গতকাল ওই অনুষ্ঠান চলাকালে মন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান।
বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল
ইন্টার্ন চিকিৎসকরা নির্যাতন করেছে’
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিবেদনের সবটাই এই মুহূর্তে বলতে চাই না। এটা আরো পর্যালোচনা করে দেখা হবে। তবে এক কথায় এটুকু বলা যায়, বগুড়ায় একজন রোগীর স্বজনের ওপর ইন্টার্ন ডাক্তারদের অমানবিক আচরণের প্রমাণ পেয়েছে এই তদন্ত কমিটি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের সঙ্গে প্রতারণামূলক আচরণ করা হয়ে থাকে। একই পরীক্ষা কোনো প্রতিষ্ঠানে নেয় এক শ টাকা আবার কোনোটায় নেওয়া হয় তিন-চার গুণ বেশি। এতটা পার্থক্য কেন থাকবে তা বোধগম্য নয়। চিকিৎসার নামে ব্যবসায়িক এ মনোভাব দূর করতে হবে।
মন্ত্রী প্রাইভেট মেডিক্যাল কলেজে লেখাপড়া ও চিকিৎসকদের মান নিয়ে প্রশ্নের মুখে বলেন, নিম্নমানের ও অনিয়মের মাধ্যমে যেসব প্রাইভেট মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা হয়েছে তাদের কয়েকটির বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে, বাকিগুলোর বিষয়েও কাজ চলছে।
গ্রামে চিকিৎসক না থাকার বিষয়ে মন্ত্রী বলেন, এটি সত্যিই দুঃখজনক।
সম্পর্কিত খবর

ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

১৯০ বছরের ঐহিত্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের পুরনো ভবন ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত। গতকাল শুক্রবার সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেঙে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই।

সংক্ষিপ্ত
হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি
নিজেস্ব প্রতিবেদক

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান। ফয়জুল হাকিম বলেন, ‘গত ২২ জুলাই ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত কারণে বদরুদ্দীন উমরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ছবি : কালের কণ্ঠ
।