kalerkantho

শুক্রবার । ৭ মাঘ ১৪২৮। ২১ জানুয়ারি ২০২২। ১৭ জমাদিউস সানি ১৪৪৩

না.গঞ্জে সিপিবি সভাপতি সেলিম

আওয়ামী লীগ ‘আপদ’ আর বিএনপি ‘বিপদ’

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির প্রতি মানুষের সমর্থন নেই। আওয়ামী লীগ হলো ‘আপদ’ আর বিএনপি হলো ‘বিপদ’। তাদের সরিয়ে জনগণের শক্তিকে ক্ষমতায় আনতে আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে গতকাল বিকেলে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলন উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীম, হাফিজুল ইসলাম, দুলাল সাহা, ইকবাল হোসেন, সেলিম মাহমুদ, আব্দুস সালাম বাবুল, দিলীপ দাস প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, জনগণ আওয়ামী লীগকে পছন্দ করে না ঠিকই; কিন্তু বিএনপিকে আরো বেশি অপছন্দ করে। হাওয়া ভবনের কথা তারা ভোলেনি। তাই মানুষ পড়ে গেছে বেকায়দায়।সাতদিনের সেরা