kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

খাতির করে কাউকে মুক্তিযোদ্ধা করা নয়

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘কাউকে খায়-খাতির করে মুক্তিযোদ্ধা বানানো হবে না। আওয়ামী লীগের লোক হলেও না। আবার বিএনপি ও জাতীয় পার্টির কেউ প্রকৃত মুক্তিযোদ্ধা হলে তাঁদেরও বাদ দেওয়া হবে না। ’

গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর ডাকবাংলা চত্বরে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আ ক ম মোজাম্মেল হক।

বিজ্ঞাপন

সাবেক সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে। মন্ত্রী বলেন, ভবিষ্যতে বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বর থাকবে। এ ছাড়া পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে মুক্তিযুদ্ধের সপক্ষ ও বিরোধীদের সঠিক ইতিহাস।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, আতাউল মাহমুদ, মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণি প্রমুখ বক্তব্য দেন।সাতদিনের সেরা