kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

জাবিতে ভর্তি জালিয়াতি

ছাত্রলীগ নেতা শরীফ সাময়িক বহিষ্কার

জাবি প্রতিনিধি   

২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতিতে জড়িত অভিযোগে আটক ছাত্রলীগ নেতা শরীফ আহমদকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি আ ফ ম কামালউদ্দিন হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ৪২তম ব্যাচের ছাত্র। এ ছাড়া আটক ছাত্রলীগকর্মী নাজমুল হুদাকেও সংগঠনের কোনো কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছে ছাত্রলীগ।

হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া মোহাম্মদ এনামুল হাসান নোলক গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘ভর্তি জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক শরীফকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগ প্রমাণিত হলে পরে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। ’ এদিকে গতকাল কালের কণ্ঠে ‘সাড়ে চার লাখে জাবিতে ভর্তি’ শিরোনামে প্রকাশিত সংবাদে নাজমুল হুদা নিজেকে আসিফ আহমেদের অনুসারী দাবি করলেও তা অস্বীকার করেছেন আসিফ। গতকাল তিনি কালের কণ্ঠকে বলেন, ‘নাজমুল আমার অনুসারী ছিল না। সে শামিমের সঙ্গে রাজনীতি করত। আমাকে হেয় করতে পরিকল্পিতভাবে এই অসত্য বক্তব্য দিয়েছে সে। ’

আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘এই ঘটনায় আমরা (প্রক্টরিয়াল বডি) একটি প্রতিবেদন তৈরি করেছি, যা আগামীকাল (আজ বুধবার) প্রশাসনের কাছে হস্তান্তর করব। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী করণীয় নির্ধারণ করবে। ’সাতদিনের সেরা