‘জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই’ স্লোগান নিয়ে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করবেন প্রথম শহীদ মিনারের অন্যতম রূপকার ডা. সাঈদ হায়দার। সম্মেলনে দেশ-বিদেশের সাড়ে তিন শরও বেশি শাখা থেকে প্রায় দেড় হাজার প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেবে।
গতকাল মঙ্গলবার উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনকে সামনে রেখে এরই মধ্যে উদীচীর ৭৬টি সাংগঠনিক জেলা সম্মেলন সম্পন্ন হয়েছে। উদ্বোধনের পরের দুই দিন ২৩ ও ২৪ ডিসেম্বর কাজী বশির মিলনায়তনে (ঢাকা মহানগর নাট্যমঞ্চ) বসবে সম্মেলনের সাংগঠনিক অধিবেশন। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত উদীচীর শিল্পী-কর্মীরা উপস্থাপন করবেন আবহমান বাংলার ঐতিহ্যের ধারক-বাহক নানা বৈচিত্র্যপূর্ণ পরিবেশনা। ২৪ ডিসেম্বর বিকেলে পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন।
কামাল লোহানী বলেন, জনগণের ঐক্যই পারে সাম্প্রদায়িকতা ও মৌলবাদকে রুখে দিতে।