kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের কমিটি পুনর্গঠন

২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ সভাপতি ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান (রহ.)-এর ইন্তেকালে সংস্থার সভাপতির পদটি শূন্য হয়। গত সোমবার সংস্থার কেন্দ্রীয় শুরা কমিটির এক জরুরি অধিবেশনে সর্বসম্মতিক্রমে সংস্থার সেক্রেটারি জেনারেল জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক মুফতি আব্দুল হালীম বোখারীকে সভাপতি এবং জামিয়া মাদানিয়া চট্টগ্রাম ও ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা ঢাকার মহাপরিচালক মুফতি আরশাদ রহমানীকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়। সংস্থার ৫১ সদস্যবিশিষ্ট শুরা কমিটির এই অধিবেশনে সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা জামিয়া দারুল মাআরিফের মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী।

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের উদ্যোগে আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি-২০১৬ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে, ৬ ও ৭ কক্সবাজার জেলা ঈদগাহ মাঠসহ দেশের আরো কয়েকটি বড় বড় জেলা শহরে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর রবিবার সংস্থার কেন্দ্রীয় কার্যা লয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে সংস্থার সব সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা