kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

সরকারি বিএম কলেজ

জীবনানন্দ দাশ ছাত্রাবাস সুপারের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

বরিশাল অফিস   

১৫ জুন, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরিশাল সরকারি বিএম কলেজের কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাসের সুপারের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রাবাসের পুকুরের মাছ বিক্রি ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গতকাল রবিবার সকালে ক্যাম্পাসে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এরপর কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিতে গেলে ছাত্রাবাস সুপার সঞ্জয় বিশ্বাস তাঁর লোকজন নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় বাপ্পি দত্ত নামে এক শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে সুপারের বিপক্ষে।

বাপ্পি দত্ত বলেন, 'সঞ্জয় বিশ্বাস পুকুরের মাছ বিক্রি, ছাত্রাবাস সংস্কারের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। আমিসহ সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে তিনি আমাদের মারধর করেন।'

 

মন্তব্য