<p> বাংলাদেশে বিএনপি-জামায়াতের চলমান সন্ত্রাস ও নাশকতা এবং জঙ্গি অর্থায়নের সঙ্গে পাকিস্তানি দূতাবাসের সম্পৃক্ততায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'। গতকাল সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।</p> <p> বিবৃতিতে বলা হয়, একটি দেশের অভ্যন্তরে থেকে সেই দেশের বিরুদ্ধে করা এ রকম ভয়ংকর অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনোভাবেই 'কূটনীতিক সুবিধা' পেতে পারে না। বাংলাদেশ সরকারের উচিত এ বিষয়ে পাকিস্তান সরকারকে কঠোর হুঁশিয়ারি বার্তা পাঠানো এবং দোষী কূটনীতিকের যাবতীয় মর্যাদা ও সুবিধা বাতিল করা।</p> <p> বিবৃতিতে উল্লেখ করা হয় 'সোমবার দৈনিক কালের কণ্ঠসহ কয়েকটি জাতীয় দৈনিকে ভারতীয় মুদ্রা জাল এবং জঙ্গিদের অর্থায়নের জন্য পাকিস্তানের দূতাবাসের একজন কূটনীতিক মোহাম্মদ মাযহার খানের গ্রেপ্তার এবং 'কূটনৈতিক সুবিধা'র সুযোগে তাঁকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার সংবাদ আমাদের অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে।'</p> <p>  </p>