kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে ব্র্যাকের উদ্যোগে 'যৌন হয়রানি নির্মূলে মিডিয়ার ভূমিকা' শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্র্যাকের পক্ষ থেকে 'মেজনিন' (মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব) কর্মসূচি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কর্মসূচি ব্যবস্থাপক সারা খাতুন। উপস্থিত ছিলেন ব্র্যাকের মেজনিন প্রকল্পের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট শামসুল আলম, সেক্টর স্পেশালিস্ট ফৌজিয়া ইয়াসমীন ও সাব্বিকুর রহমান। সভায় জানানো হয়, মেজনিন প্রকল্পের আওতায় ব্র্যাক জেলার ৩৫টি স্কুলে যৌন হয়রানি নিয়ে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে।

 সাতদিনের সেরা