kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

'মগ্ন-চৈতন্যে জয়নুল'

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে'মগ্ন-চৈতন্যে জয়নুল' এ স্লোগান নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আজ শুক্রবার থেকে ১৩ দিনব্যাপী বণার্ঢ্য অনুষ্ঠানমালা শুরু হচ্ছে। অনুষ্ঠানকে সামনে রেখে গত বুধবার ময়মনসিংহে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন আয়োজক সংগঠন 'ব্রহ্মশৈলী ময়মনসিংহ'র জ্যেষ্ঠ আহ্বায়ক স্বপন ধর ও আহ্বায়ক শিল্পী ছাইদুল ইসলাম। আজ সকাল ১০টায় শিল্পাচার্য জয়নুল উদ্যানের চারুতলা থেকে অনুষ্ঠানের উদ্বোধনী শোভাযাত্রা বের হবে বলে জানা গেছে। শোভাযাত্রার উদ্বোধন করবেন পৌর মেয়র ইকরামুল হক টিটু। বিকেল ৩টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন মিসেস জাহানারা আবেদিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, শিল্পী মুস্তাফা মনোয়ার, শিল্পী শিশির ভট্টাচার্য। এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী।