kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

সফটওয়্যার বিশেষজ্ঞদের সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক   

১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকায় শুরু হয়েছে সফটওয়্যার, তথ্যব্যবস্থাপনা ও এর প্রয়োগবিষয়ক অষ্টম আন্তর্জাতিক সম্মেলন। ২৭টি দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজক ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ৭৫টি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপিত হবে।

ইউআইইউ মিলনায়তনে গতকাল সকালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম।