শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনিয়ম, দুর্নীতি ও বেআইনি ক্যাম্পাস স্থাপন করে নিজেদের স্বার্থ হাসিল করছে। তাদের বিরুদ্ধে অব্যাহত চাপ রেখেও সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে। তাই আইগত ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোনো পথ নেই। তবে অর্ধ শতাধিক বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা দান ও মান উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আইইউবির সমাবর্তনে শিক্ষামন্ত্রী
দুর্নীতিগ্রস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ১৬তম সমাবর্তনে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও আইইউবির আচার্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ আইইউবি ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য করি না। তাদের সবার জন্যই মানসম্মত শিক্ষা ও সুযোগ নিশ্চিত করতে চাই।
সমাবর্তন বক্তা ড. মজিদ খান নীতি-নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন আধুনিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বিশিষ্ট শিক্ষাবিদ ও আইইউবির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. এ মজিদ খান বলেন, শিক্ষা বিস্তারের পাশাপাশি মানোন্নয়নও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আইইউবির ১৬তম সমাবর্তনে ৪৩৪ জন স্নাতকোত্তর ও ৭২৯ জন স্নাতকসহ মোট এক হাজার ১৬৩ জনকে ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন চ্যান্সেলর স্বর্ণপদক লাভ করেন।
শিক্ষায় বিশেষ অবদানের জন্য ৮৩ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া আইইউবি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঁচজন শিক্ষার্থীকে শিক্ষা, সমাজ সেবা, ক্রীড়া, সংস্কৃতি ও সব্যসাচী শিক্ষার্থী শ্রেণিতে পুরস্কৃত করা হয়। মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী সাবানাজ রশীদ দিয়া, মারুফা মাহানাজ চেতনা, ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এস কে হাশমী রাফসানজানি, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা আয়েশা এই পুরস্কার পান।
এ ছাড়াও বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. এম ওমর রহমান, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাশেদ চৌধুরী ও প্রতিষ্ঠাকালীন ট্রাস্ট, ইএসটিসিডিটির চেয়ারম্যান সাইফুর রহমান, মনোনীত উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন প্রমুখ।
সম্পর্কিত খবর

মানববন্ধন ও বিক্ষোভ


যাত্রাবাড়ী ও রমনায় দুই শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় ১২ বছরের শিশু এবং রমনায় একটি বাসা থেকে সুফিয়া আক্তার (১০) নামে অপর এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টা ও ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেশিশুটিকে হত্যা করা হয়েছে।

চাঁদা না পেয়ে হামলা আরো ৫ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানা এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এ কে বিল্ডার্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মারধর ও গুলির ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. আব্বাস, মো. ইয়ামিন, মো. সোহেল, মো. মাজহারুল ও মো. চাঁদ মিয়া।
গতকাল সোমবার দুপুরে র্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য দেন। তিনি বলেন, এর আগে গত রবিবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মামলার এজাহার ও ভুক্তভোগীর বিবরণে বলা হয়, গত ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করে।

সংক্ষিপ্ত
ওয়ারীতে হামলার শিকার শিক্ষার্থী, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারী থানায় হামলার শিকার হয়েছে সৈয়দ রেদোয়ান মাওলা (১৭) নামের এক শিক্ষার্থী। পরে এলাকাবাসী হামলাকারীদের মধ্যে আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুল (১৯) নামের দুই কিশোরকে আটক করে পুলিশে দেয়।
রবিবার রাত ৯টার দিকে হাটখোলা রোডে ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, হামলাকারী ও ভুক্তভোগী সবাই শিক্ষার্থী।