ঢাকা, বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৪ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৪ মহররম ১৪৪৭
বিশ্ব অভিবাসী দিবস পালিত

দেশেই স্বপ্নের জাল বুনছে ওরা ৪৭ জন

হায়দার আলী
হায়দার আলী
শেয়ার
দেশেই স্বপ্নের জাল বুনছে ওরা ৪৭ জন
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৪ উপলক্ষে গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদ ভবনের সামনে শোভাযাত্রা বের করে। ছবি : কালের কণ্ঠ

সংসারের সচ্ছলতা আনতে দেশ ছেড়ে বিদেশ পাড়ি দিয়েছিল তারা। বিদেশ যাওয়ার টাকা জোগাড় করতে কেউ বিক্রি করেছিল জমি, কেউ করেছিল ধার-দেনা। তবে সুখ পাখি ধরা দেয়নি। উল্টো দালালদের হাতে জিম্মি হয়ে সইতে হয়েছে নির্মম নির্যাতন।

দিনের পর দিন খাবার জোটেনি, মুক্তিপণের টাকার জন্য দেওয়া হয়েছে বৈদ্যুতিক শক, কারো কারো হাত-পায়ের নখ উপড়ে ফেলেছে দালালরা। শেষে দেশ থেকে পাঠানো মুক্তিপণের টাকা দালালদের হাতে তুলে দিয়ে শূন্য পকেটে স্বজনের কাছে ফিরেছে তারা। দেশে ফিরে শুরুতে ভেঙে পড়লেও আবার তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। তবে আর বিদেশ নয়, এবার তারা দেশেই স্বপ্নের ডানা মেলে ধরতে চায়।
সে লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে 'অভিবাসী এন্টারপ্রাইজ'। বিদেশে প্রতারিত হয়ে দেশে ফেরা ৪৭ জন মিলে দাঁড় করেছে ব্যবসায়িক এ প্রতিষ্ঠান। 'বিদেশে দাসত্ব নয়, দক্ষ শ্রমে দেশে ভাগ্য হয়'-এই হলো তাদের স্লোগান। বিদেশ গিয়ে আর কেউ যেন দালালদের হাতে প্রতারিত না হয়, সে জন্য জনসচেতনতা তৈরির কাজও করছে তারা।

গত মার্চ থেকেই ব্যবসা শুরু করেছে অভিবাসী এন্টারপ্রাইজ। উদ্যোক্তারা মুড়ি, ঝালমুড়ি, বিভিন্ন ধরনের চকোলেট, চানাচুর, মোটর ভাজা, বিস্কুটসহ নানা খাদ্যপণ্য কিনে এনে প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করে। ঢাকার বাইরে পাইকারি বাজার থেকে কাপড় কিনে সেগুলো পরে রাজধানীর বিভিন্ন দোকানেও সরবরাহ করে। সব আয়োজন চলে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ হাউজিং লিমিটেডের বি-ব্লকের ১ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে। এর মাধ্যমে যে যার মতো স্বল্প পুঁজি বিনিয়োগ করে এক ছাতার নিচে জড়ো হয়েছে ৪৭ জন।

আর সম্মিলিত পরিশ্রমে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অভিবাসী এন্টারপ্রাইজ।

বিনিয়োগকারীরা নিজেরাই পণ্য প্যাকেটজাত করে। নিজেরাই রাজধানীসহ বিভিন্ন এলাকার মার্কেট কিংবা দোকান ঘুরে ঘুরে ফরমায়েশ আনে। পরে সে অনুযায়ী পণ্য সরবরাহ করে।

উদ্যোক্তাদের অন্যতম আল আমিন নয়ন। আড়াই লাখ টাকা খরচ করে গিয়েছিলেন মালয়েশিয়া। তবে কোনো কাজ জোটেনি। উল্টো দালালদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন, খেয়ে না খেয়ে বনে-জঙ্গলে পালিয়ে ছিলেন। শেষ পর্যন্ত বাড়ি থেকে জমি বিক্রি করে পাঠানো টাকায় ফিরে আসেন।

আল আমিন কালের কণ্ঠকে বলেন, 'দেশে ফেরার পর মাথায় নতুন চিন্তা এলো। বিদেশ গিয়ে মানুষ যেন প্রতারণার শিকার না হয়, সে বিষয়ে কাজ করতে থাকি। অভিবাসীদের নিয়ে কাজ করে-এমন একটি সংস্থায় চাকরিও নিই। যেখানেই শুনি প্রবাসী কর্মী সমস্যায় পড়েছে, সেখানেই ছুটে গেছি। সবাই মিলে ব্যবসা করা যায় কি না, প্রতারণার শিকার হয়ে দেশে ফেরা ব্যক্তিদের এমন প্রস্তাব দিলাম। সবাই রাজিও হলো। এরপর প্রতি মাসে ২০০ টাকা করে জমানো শুরু করি। সেই টাকাতেই ব্যবসার শুরু।' পটুয়াখালীর ইসহাক ফারুক ২০১২ সালের জুনে গিয়েছিলেন ওমানে। গিয়েই পড়েন দালালের খপ্পরে। ১৯ দিন পর দালালরা তাঁর সঙ্গে আরো অনেককে আরব সাগর পাড়ি দিয়ে নিয়ে যায় ইরানে। টাকার জন্য মাঝ দরিয়াতেই চালানো হয় নির্যাতন। মারা যায় তিনজন। ইরানে নেওয়ার পরও চলে নির্যাতন। হাত-পায়ের নখ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। ভিটেমাটি বিক্রি করে মুক্তিপণ দেওয়ার পরও দালালরা তাঁকে ছাড়েনি। শেষে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তিনি মুক্তি পান।

তবে সেসব ভুলে এখন দেশেই নিজের পায়ে দাঁড়াতে চান ফারুক। তাঁর আশা, শিগগিরই অভিবাসী এন্টারপ্রাইজের পরিধি আরো বাড়বে। বরিশালের মেহেন্দীগঞ্জের ইলিয়াস হোসেন আবুধাবি গিয়েছিলেন ২০১১ সালে। সেখান থেকে প্রথমে ওমানে, পরে ওমান থেকে দালালরা তাঁকে ফারুকের মতো ইরানে নিয়ে যায়। তারপর বহু কষ্টে তিনি দেশে ফিরেছেন। ইলিয়াস বললেন, 'বিদেশে গিয়ে কেউ যেন প্রতারণার শিকার না হয়, সে জন্য অভিবাসী এন্টারপ্রাইজের মাধ্যমে আমাদের এলাকায় উঠোন বৈঠক করে মানুষকে সচেতন করার কাজ করছি। স্থানীয় স্কুলগুলোতেও সচেতনামূলক সভা করে দালালদের ভয়াবহতা সম্পর্কে জানিয়েছি।'

৪৭ জনেরই আরেকজন মোজাম্মেল হক। তিনি বললেন, 'মধ্যপ্রাচ্য থেকে উন্নত দেশে নিয়ে যাওয়ার কথা বলে দালালরা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করে। সেই ফাঁদে যেন কেউ না পড়ে, সে জন্য আমরা সচেতনতা তৈরির জন্য কাজ করি। বিদেশ যাওয়ার কথা আর মুখেও আনব না।'

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আইএমওতে পুনর্নির্বাচনে প্রার্থী বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আইএমওতে পুনর্নির্বাচনে প্রার্থী বাংলাদেশ

আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) ২০২৬-২৭ মেয়াদের কাউন্সিলে পুনর্নির্বাচনের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা দাখিল করেছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী নিরাপদ, সুরক্ষিত ও টেকসই সামুদ্রিক কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হলো। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার লন্ডনে আইএমও সদর দপ্তরে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ইউসুফ বাংলাদেশের পক্ষে প্রার্থিতা উপস্থাপন করেন। আইএমওতে , বিসি এই তিনটি বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে ২০টি আসনের জন্য লড়াইয়ে নামবে ২৭টি দেশ। এই আসনগুলো সামুদ্রিক পরিবহন ও নৌচলাচলে বিশেষভাবে আগ্রহী দেশগুলোর জন্য সংরক্ষিত।

 

মন্তব্য

প্রতিরক্ষাসচিবের পরিচয় ব্যবহার করে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রতিরক্ষাসচিবের পরিচয় ব্যবহার করে প্রতারণা

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি মো. আশরাফ উদ্দিনের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বর (যেমন০১৩৩৭-৪০৯৩১৮ ও ০১৩৩৯-০৫৪০০৮) এবং হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনৈতিক সুবিধা দাবি করছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেউ এমন প্রতারণার শিকার হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। আইএসপিআর এসব প্রতারকের ব্যাপারে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছে।

 

মন্তব্য

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সম্মেলনে বিমানবাহিনী প্রধান উপস্থিত এয়ার ভাইস মার্শাল পদবির কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমানবাহিনীর অবদানের কথা উল্লেখ করেন।

 

মন্তব্য

কর্মকর্তাদের ক্ষমা করে দিলেন এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
কর্মকর্তাদের ক্ষমা করে দিলেন এনবিআর চেয়ারম্যান

আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে আন্দোলনের কারণে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে সে ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারী অনেক কর্মকর্তা চেয়ারম্যানের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন। সূত্র বলছে, শতাধিক আয়কর ক্যাডারের কর্মকর্তা চেয়ারম্যানের কাছে ব্যাচভিত্তিক ক্ষমা চেয়েছেন।

এর মধ্যে ৪০, ৩৮, ৩৩, ৩১, ৩০, ২৯, ২৮ ব্যাচের কর্মকর্তার সংখ্যা বেশি। এর আগে গত সপ্তাহে এনবিআরের দুজন সদস্যসহ সব মিলিয়ে সংস্থাটির ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ