<p> অনেককেই শিক্ষা ক্ষেত্রে কিংবা কর্মজীবনের নানা পর্যায়ে প্রবন্ধ লিখতে হয়। আর এ জন্য অল্প সময়ের মধ্যে বহু তথ্য ও বর্ণনা উপস্থাপন করতে গিয়ে হিমশিম খান অনেকেই। এদিকে আপনারও প্রয়োজন বিষয়টি অন্যদের থেকে ভিন্নভাবে উপস্থাপন করে সবার মনোযোগ আকর্ষণ করা। এ বিষয়ে এই লেখায় থাকছে সাতটি পরামর্শ।</p> <p> ১. নিজের বক্তব্য স্পষ্ট করুন</p> <p> আপনার মতামত যাই হোক না কেন, তা স্পষ্টভাবে প্রকাশ করার কোনো বিকল্প নেই। আর এ</p> <p> কাজে সফল হতে পারলে আপনার প্রবন্ধও সার্থক হবে। তাই স্পষ্ট করে নিজের বক্তব্য লেখা অনুশীলন করুন।</p> <p> ২. সৎ থাকুন</p> <p> প্রবন্ধ রচনায় সফলতার জন্য তথ্য ও মতামতের ব্যাপারে সৎ থাকা অতি প্রয়োজনীয়। ভুল তথ্য উপস্থাপন করলে কিংবা মনগড়া কোনো বিষয়কে তথ্য হিসেবে</p> <p> তুলে ধরলে তা বিশ্বাসযোগ্যতা নষ্ট করে।</p> <p> ৩. নিজস্ব স্টাইল গড়ে তুলুন</p> <p> লেখার ক্ষেত্রে কারো অনুসরণ করার চেয়ে নিজস্ব স্টাইল গড়ে তোলাই ভালো। এ ক্ষেত্রে আপনার লেখা যেমন অন্যদের কাছে সমাদৃত হবে তেমন পরীক্ষাতেও ভালো নম্বর পাওয়া যাবে। অন্যদিকে অনুকরণ করে ভালো কিছু অর্জন করা কঠিন।</p> <p> ৪. পড়াশোনা করুন</p> <p> সঠিক জ্ঞান ছাড়া কোনো বিষয়ে প্রবন্ধ লেখা কোনোক্রমেই সম্ভব নয়। তাই প্রয়োজন যথাযথ পড়াশোনার মাধ্যমে বিষয়টি সম্বন্ধে আগেই জেনে নেওয়া। যত বেশি পড়াশোনা করবেন এবং তা নিবন্ধে তুলে ধরবেন, আপনার নিবন্ধ তত মানসম্মত হবে।</p> <p> ৫. সংশোধন করা</p> <p> কোনো লেখাই প্রথমবার সম্পূর্ণ নিখুঁত হওয়া সম্ভব নয়। এ জন্য একবার লেখার পর তা আবার সংশোধন করা প্রয়োজন। প্রয়োজনীয় তথ্যগুলো যাচাই করে নিন।</p> <p> ৬. অনুরূপ প্রবন্ধ পড়ুন</p> <p> যে বিষয়ে আপনার রচনা লিখতে হবে সে বিষয়ে অন্যান্য প্রবন্ধ পড়ে দেখুন। এগুলো থেকে হুবহু লিখতে যাবেন না। কিন্তু মূল বিষয়টি সম্বন্ধে ধারণা থাকলে তা আপনাকে সহায়তা করবে।</p> <p> ৭. আগ্রহের বিষয় নির্বাচন করুন</p> <p> যদি আপনার লেখালেখির জন্য বিষয় নির্বাচন করার সুযোগ থাকে তাহলে নিজের সবচেয়ে আগ্রহের বিষয়টি নির্বাচন করুন। এতে সে বিষয়ে আপনার পড়াশোনায় আগ্রহ বজায় রাখা সহজ হবে। ফলে রচনা লেখাটাও অনেকখানি সহজ হয়ে যাবে।</p> <p> - ওয়েবসাইট অবলম্বনে ওমর শরীফ পল্লব</p> <p>  </p> <p>  </p>