ঢাকা, সোমবার ১৪ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৮ মহররম ১৪৪৭

ঢাকা, সোমবার ১৪ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৮ মহররম ১৪৪৭
হেল্‌থ কর্নার

পা মচকানো বা অ্যাংকেল স্প্রেইন

মোহাম্মদ ইসরাত হাসান
মোহাম্মদ ইসরাত হাসান
শেয়ার
পা মচকানো বা অ্যাংকেল স্প্রেইন

সহজ কথায় পা মচকানোকেই অ্যাংকেল স্প্রেইন বলে। হঠাৎ কোনো আঘাতের কারণে পায়ের গোড়ালির এক বা একাধিক লিগামেন্টে যদি টান খায় অথবা আংশিক বা পুরাপুরি ছিঁড়ে যায়, তখনই অ্যাংকেল স্প্রেইন হয়ে থাকে। ক্রিড়াবিদদের মধ্যে এটি একটি কমন ইনজুরি। ৭৫ শতাংশের বেশি ক্ষেত্রে এটি পায়ের গোড়ালির বাইরের দিকে বা লেটারাল লিগামেন্ট কমপ্লেক্সে হয়, যেখানে সাধারণত অ্যান্টেরিয়র ট্যালোফিবুলার এবং ক্যালকেনিয়োফিবুলার লিগামেন্ট থাকে।

এ নিয়ে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইসরাত হাসান

অ্যাংকেল স্প্রেইনের লক্ষণ : ১. রোগীর পায়ে মোচড় খাওয়ার ইতিহাস থাকলে, ২. পায়ে ব্যথা হয় ও পা ফুলে যাওয়া, ৩. আক্রান্ত জায়গা লাল হয়ে যায়, ৪. পায়ের পাতা ভেতরের দিকে নিতে গেলে প্রচণ্ড ব্যথা হয়, এমনকি হাত দিয়ে ছুঁলেও রোগী ব্যথা পেতে পারে, ৫. হাঁটতে সমস্যা হয়

রোগ নির্ণয় : রোগ নির্ণয়ের ক্ষেত্রে রোগের ইতিহাস জানা ও কিছু শারীরিক পরীক্ষা করা জরুরি। এ ছাড়া পায়ের গোড়ালির এক্স-রে এবং এমআরআই রোগ নির্ণয়ের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।

চিকিৎসা : এ রোগের চিকিৎসার মধ্যে প্রাথমিক চিকিৎসা এবং এর পরপরই রিহ্যাবিলিটেশন করা দরকার। এর জন্য রোগীকে একজন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নিতে হবে।

এ ধরনের চিকিৎসায় বেশির ভাগ রোগীই ভালো হয়ে যায়। তবে এর পরও যদি রোগী ভালো না হয় সে ক্ষেত্রে একজন অর্থোপেডিকস সার্জনের অধীনে থেকে শল্য চিকিৎসা করাতে হবে।

প্রাথমিক চিকিৎসা : ১. আক্রান্ত অংশের বিশ্রাম, ২. ব্যথানাশক ওষুধ, ওরাল ও ট্রপিক্যাল এনএসএআইডি, ৩. আঘাত পাওয়ার পরপরই আক্রান্ত অংশে বরফ লাগাতে হবে, ২০-৩০ মিনিট দিনে তিন-চারবার, ৪. পা উঁচু করে রাখতে হবে, ৫. হাঁটতে গেলে ব্যথা লাগলে ব্যথা না কমা পর্যন্ত ক্রাচ ব্যবহার করতে হবে (সাধারণত দুই-তিন দিন ব্যবহার করতে হয়), ৬. এ ছাড়া সিপ্লন্ট অথবা ব্রেসও ব্যবহার করা যেতে পারে।

রিহ্যাবিলিটেশন : রিহ্যাবিলিটেশনের মূল উদ্দেশ্য হলো পা ব্যথা ও ফোলা কমানো এবং সমস্যাটা যাতে দীর্ঘস্থায়ী রূপ নিতে না পারে এর জন্য প্রতিরোধব্যবস্থা গ্রহণ।

এর মধ্যে রয়েছে- ১. আঘাত পাওয়ার ২৪-৪৮ ঘণ্টা পরে প্রয়োজন অনুযায়ী আল্ট্রাসাউন্ড ও ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি শুরু করা, রিহ্যাবিলিটেটিভ ফেইজের অংশ হিসেবে ব্যথা ও পায়ের ফোলা কমানোর জন্য। ২. ডিসইউজ কন্ট্রাকচার প্রতিরোধের জন্য একিলিস স্ট্রেচিং শুরু করা, ৩. একটিভ রেইঞ্জ অব মোশন এক্সারসাইজ, ৪. স্ট্যাটিক এক্সারসাইজ, ৫. প্রথমে ডাবল-লেগ টো রেইজ, পরে সিঙ্গেল-লেগ টো রেইজ, মাটিতে করতে সমস্যা হলে পানিতে করতে হবে ৬. বসা অবস্থায় প্রোপ্রিয়সেপশন ট্রেনিং এবং এরপর ধীরে ধীরে স্ট্যান্ডিং ব্যালান্স এক্সারসাইজ, ৭. দাঁড়ানো অবস্থায় এক কদম ফেলে অন্য পা শূন্যে ঝুলতে থাকবে এবং এ অবস্থায় সিঙ্গেল-লেগ স্কোয়াট করতে হবে, ৮. সব শেষে এক কদম ফেলে ড্রিবলিং, কিকিং অথবা ক্যাচিং করতে হবে, ৯. ক্রীড়াবিদদের ক্ষেত্রে এজিলিটি ড্রিলস এবং শেষের দিকে স্কিপিং রোপ বা দড়িলাফ. ১০. স্টির আপ ব্রেসের সঙ্গে ইলাস্টিক র‌্যাপ- ইনজুরি প্রথমবার হলে বেশি কার্যকর, ১১. পুনরায় ইনজুরি প্রতিরোধ করার জন্য ব্রেসিং ও প্রোপ্রিয়সেপশন ট্রেনিংয়ের সঙ্গে পেরোনিয়াল মাসল স্ট্রেংদেনিং এক্সারসাইজ।

শল্য চিকিৎসা : অ্যাংকেল স্প্রেইনের জন্য সাধারণত শল্য চিকিৎসার দরকার হয় না। তবে কারো ক্ষেত্রে যদি প্রাথমিক চিকিৎসা ও রিহ্যাবিলিটেশনের পরও সমস্যা থেকে যায় শুধু সে ক্ষেত্রে শল্য চিকিৎসার দরকার হয়। সে ক্ষেত্রে দরকার হলে আর্থোস্কোপিক রিপেয়ার অথবা লিগামেন্ট সাবস্টিটিউশন করা হয়।

অ্যাংকেল স্প্রেইনের চিকিৎসার মধ্যে রিহ্যাবিলিটেশন খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। বিশেষ করে ক্রীড়াবিদদের জন্য রিহ্যাবিলিটেশন সফলভাবে সম্পন্ন না করলে বারবার ইনজুরি হতে পারে এবং যার ফলে তাদের ক্যারিয়ার হুমকির মধ্যে পড়ার আশঙ্কা থাকে। যেকোনো সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে যে কেউ এ রোগের বিশেষায়িত চিকিৎসা নিতে পারবে।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৫.৯ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.৪ ডিগ্রি সে.। রাজশাহী ৩৫.৫ ডিগ্রি সে.। রংপুর ৩৬.৯ ডিগ্রি সে.।

খুলনা ৩৫.৫ ডিগ্রি সে.। বরিশাল ৩৪.৬ ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৬.০ ডিগ্রি সে.। সিলেট ৩৬.১ ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.৮ ডিগ্রি সে.।

চট্টগ্রাম ২৬.৬ ডিগ্রি সে.। রাজশাহী ২৬.৪ ডিগ্রি সে.। রংপুর ২৭.৫ ডিগ্রি সে.। খুলনা ২৭.৫ ডিগ্রি সে.।
বরিশাল ২৭.০ ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৭.৪ ডিগ্রি সে.। সিলেট ২৬.৮ ডিগ্রি সে.

রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বুরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

মন্তব্য

অবস্থান কর্মসূচি

শেয়ার
অবস্থান কর্মসূচি
১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফল পুনর্নিরীক্ষণ ও সনদ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রত্যাশী প্রার্থীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) সফলভাবে আয়োজন করেছে টেক্সটাইল হ্যাক ২০২৫ : প্রোটোটাইপ বাজার। গতকাল বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কারস্টেন্স। সংবাদ বিজ্ঞপ্তি

শিক্ষাঙ্গন

 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের স্বীকৃতি পেয়েছে। এই গুরুত্বপূর্ণ অর্জন উদযাপন করতে ৯ জুলাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে অভিনন্দন জানানো হয়। প্রতিনিধিদলে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা। সংবাদ বিজ্ঞপ্তি

 

প্রাসঙ্গিক
মন্তব্য

‘তথ্য আপা’ কর্মীদের অবস্থান কর্মসূচি পালন

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
‘তথ্য আপা’ কর্মীদের অবস্থান কর্মসূচি পালন

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ তিন দাবিতে সচিবালয় অভিমুখে সড়কে অবস্থান নিয়েছিল আন্দোলনরত তথ্য আপা প্রকল্পের কর্মীরা। গতকাল রবিবার দুপুর ১টা নাগাদ তাঁরা সেখানে অবস্থান নেন। পরে তাঁরা সচিবালয়ে ঢুকতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। শেষে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সেখান থেকে সরে যান।

জানা গেছে, গতকাল সকাল থেকেই তথ্য আপা প্রকল্পের কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তাঁদের তিন দাবির মধ্যে রয়েছে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, কেটে নেওয়া বেতন-ভাতা দ্রুত ফেরত দেওয়া এবং সরকারের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা করে রাজস্বকরণের একটি নির্ধারিত রোডম্যাপ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সরকারের পক্ষ থেকে কোনো গঠনমূলক সাড়া না পেয়ে তাঁরা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। অথচ অন্যান্য প্রকল্পের জনবল এরই মধ্যে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয়েছে বা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ