kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়

আবার পেছাল ভর্তি পরীক্ষার সময়সূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাজশাহী   

৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত স্থগিত হওয়া প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। প্রয়োজনীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) থেকে জানা যাবে।

 

 সাতদিনের সেরা