<p>দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের ৫৬ জন ভোটার তাঁদের ভোট দেবেন। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১১টি সংসদীয় আসনের বিভিন্ন কেন্দ্রে তাঁরা ভোট দেবেন। জেলার ১৬টি সংসদীয় আসনে ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জনের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৬ জন। এর মধ্যে চট্টগ্রাম-১০ (নগরীর ডবলমুরিং-খুলশী-পাহাড়তলী-হালিশহর) আসনে ভোটার বেশি। এই আসনে তৃতীয় লিঙ্গের ২৬ জন বিভিন্ন কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাকি ৩৬ জন চট্টগ্রামের অন্যান্য আসনের কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।</p> <p>নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে দুজন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে তিনজন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) দুজন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আটজন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে একজন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী) আসনে একজন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আটজন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী-পাহাড়তলী-হালিশহর) আসনে ২৬ জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে দুজন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে একজন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দুজন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন।</p> <p>তবে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে, চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসন, চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে তৃতীয় লিঙ্গের ভোটার নেই।</p>