<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে অবশেষে<span style="letter-spacing:.2pt"> জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহমেদের পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।</span><span style="letter-spacing:.1pt"> সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক। বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা জাহান লিটা, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লবসহ দুই উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.1pt">পীরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="letter-spacing:.1pt">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.1pt">আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও-৩ আসনটি জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহমেদকে ছাড় দিয়ে নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য ইমদাদুল হককে প্রত্যাহার করে নিয়েছেন। এ জন্য আমাদের কিছুটা হলেও মন খারাপ ছিল। আমাদের দলের নেতাকর্মীরা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। ব্যক্তিগতভাবে কেউ কেউ জাতীয় পার্টির আবার কেউ কেউ ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। এ অবস্থায় দলের বর্ধিত সভা ডাকা হয়। সরকারের</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.2pt"> ধারাবাহিকতা রক্ষায় দলীয়ভাবে জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহমেদের লাঙল মার্কার পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে এবং দলের নেতাকর্মীদের লাঙল মার্কার পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="letter-spacing:.2pt">’</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.2pt">প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে ঠাকুরগাঁও-৩ আসন আওয়ামী লীগের দখলে থাকলেও ২০০১ সালে হাতছাড়া হয়। তখন থেকে ২০১৩ সাল পর্যন্ত এ আসনটি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহমেদের দখলে ছিল। ২০১৪ সালে স্থানীয় আওয়ামী লীগের অসহযোগিতার কারণে আসনটি হারায় জাতীয় পার্টি। এটি চলে যায় ওয়ার্কার্স পার্টির দখলে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে নানা কারণে এখানে জয় পান বিএনপির জাহিদুর রহমান। ২০২২ সালে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে উপনির্বাচনে আসনটি আওয়ামী লীগের সহায়তায় আবারও পুনরুদ্ধার করেন জাতীয় পার্টির হাফিজউদ্দীন আহমেদ। চলতি জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় সাবেক সংসদ সদস্য ইমদাদুল হককে। জাতীয় পার্টি থেকে বর্তমান সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদকে। ওয়ার্কার্স পার্টি থেকে গোপাল চন্দ্র রায়কে। কিন্তু জোটগত কারণে শেষ মুহূর্তে আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিয়ে আওয়ামী লীগের প্রার্থী ইমদাদুল হককে প্রত্যাহার করে নেয় আওয়ামী লীগ। এ আসনে মোট ভোটার তিন লাখ ৪৪ হাজার ৩৫৪ জন।</span></span></span></span></span></span></span></span></p>