শাহ আবদুল করিম
বাউলগানের কিংবদন্তি গীতিকার ও শিল্পী শাহ আবদুল করিমের জন্ম সুনামগঞ্জে ১৫ ফেব্রুয়ারি ১৯১৬ সালে। তাঁর বাবার নাম ইব্রাহীম আলী ও মা নাইওরজান। দারিদ্র্য ও জীবনসংগ্রামের মাঝে বড় হওয়া করিমের সংগীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। গানের জগতে তাঁর প্রেরণা তাঁর স্ত্রী, যাঁকে তিনি আদর করে ‘সরলা’ নামে ডাকতেন।