kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

পরিচ্ছন্ন নগরী চাই

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপরিচ্ছন্ন নগরী চাই

পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে অত্যন্ত জরুরি। চট্টগ্রাম শহরের আয়তন বাড়ছে, বাড়ছে জনসংখ্যা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও নানা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী বাড়ছে। রাস্তাঘাট, মসজিদ, মাদরাসা, মন্দির, গির্জা, উপাসনালয় যত্রতত্র অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। সিডিএ ও স্থানীয় নানা প্রশাসনের অনুমতি ব্যতিরেকে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠছে। নালা, নর্দমা, ড্রেন ঘেঁষে দোকান, মার্কেট, ঘর তৈরি হচ্ছে। সিটি করপোরেশন কিছু অবৈধ ঘর ও দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। কিন্তু নগর পরিচ্ছন্ন রাখতে যে বিষয়গুলো কঠোরভাবে দেখা দরকার, তা সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না। নগর পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে যেসব পরিকল্পনা রয়েছে, সেগুলো বাস্তবায়িত হচ্ছে না কেন, সে বিষয়টি অস্পষ্ট। নগরীর যেসব নালা-নর্দমা ও ড্রেন রয়েছে, তা যথাসময়ে পরিষ্কার করা হয় না। কিছু কর্মসূচি আছে, তবে ড্রেনের ময়লাগুলো রাস্তায় দিনের পর দিন ফেলে রাখা হয়। ময়লার দুর্গন্ধ রাস্তায় চলাফেরায় ভোগান্তি সৃষ্টি করে। নালা থেকে ময়লা উঠিয়ে দ্রুত স্থানান্তর করা হয় না। প্রতি ওয়ার্ডেই পরিচ্ছন্নতাকর্মী আছে, তারা দায়িত্ব সঠিকভাবে পালন করে না। সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি প্রয়োজন।

মাহমুদুল হক আনসারী

চট্টগ্রাম।

মন্তব্যসাতদিনের সেরা