শীতের সময় পাহাড়ি নদীর পাশে খণ্ডকালীন আবাস গড়ে তারা। শীত শেষ হলে চলে যায় গ্রীষ্মের গন্তব্যে। প্রত্যাশিত গন্তব্যে পৌঁছে বাসা বাঁধে তারা। আর মে থেকে আগস্ট মাস পর্যন্ত এদের প্রজননকাল।
বিহঙ্গকথা
বিরল পরিযায়ী নীল পানগির্দি
- সৌরভ মাহমুদ

সাঙ্গু নদীর সরু আঁকাবাঁকা জলপথ।
সাঙ্গুর সেই স্বচ্ছ জলে বড় বড় পাথরখণ্ডের ওপর দেখা মিলল ছোট্ট পাখি নীল পানগির্দির। পাথরখণ্ডের ওপর বসে পাখিগুলো পানিতে ভাসমান আর পানির ওপর উড়ে বেড়ানো পোকা ধরে খায়। পানগির্দি বাংলাদেশে বিরল পরিযায়ী পাখির একটি। শীতের সময় পাহাড়ি নদীর পাশে খণ্ডকালীন আবাস গড়ে তারা।
সেবার বান্দরবানে বেড়াতে যাওয়ার সময়টা ছিল মাঘ মাস। বান্দরবানের সাঙ্গু নদীতে চলার পথে তিনটি নীল পানগির্দির দেখা মিলেছিল। এর মধ্যে দুটি মেয়ে এবং একটি পুরুষ পাখি। এর মধ্যে দুটি ছিল জোড়া আর অন্যটি আরেক জোড়ার। জোড়া পাখির মধ্যে পুরুষটি উড়ে এসে পাথরের ওপর বসে লেজ নাড়িয়ে কসরত করতে থাকলে সেটি দেখে মেয়ে পাখিটি গলা নিচু করে সাড়া দেয়। এরপর তারা নিজেদের মধ্যে শলাপরামর্শ করে আনন্দ ভাগাভাগি করে নিতে থাকে। অন্যদিকে জোড়াছুট মেয়ে পাখিটিকে কিছুটা দূরে একা বসে থাকতে দেখা গেছে। একা পাখিটি জোড়া পাখির সীমায় আসার চেষ্টা করলে জোড়ার মেয়ে পাখিটি তাকে তাড়া করে।
বাংলাদেশের বাইরে নীল পানগির্দির দেখা মেলে আফগানিস্তান, ভুটান, চীন, ভারত, লাওস, মায়ানমার, নেপাল, পাকিস্তান, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনামে। নীল পানগির্দির পছন্দের আবাসস্থল হলো এসব দেশের পাহাড়ি ছড়া কিংবা নদীর তীর। নদীর জলে জমে থাকা বড় বড় পাথরখণ্ড কিংবা নদীর তীরে এরা বিচরণ করে। উঁচু পর্বতেও এদের দেখা পাওয়া যায়। হিমালয়ের ১৩ হাজার ৫০০ ফুট উচ্চতায় পর্যন্ত নীল পানগির্দির দেখা মিলেছে। তবে শীতকালে নীল পানগির্দি নিচু এলাকায় নেমে আসে। গত ১০ বছরে বিশ্বে এই পাখিটির সংখ্যা স্থিতিশীল রয়েছে। নীল পানগির্দির ইংরেজি নাম প্লাম্বিয়াস ওয়াটার রেডস্টার্ট। পুরুষ ও মেয়ে পাখি দেখতে আলাদা। পুরুষের রং স্লেট নীল আর মেয়ে পাখির রং ফ্যাকাশে ধূসর। পুরুষ পাখির লেজে মরিচা লাল পালক থাকে। নীল পানগির্দি সাধারণত ১৪ সেন্টিমিটার লম্বা হয়। এর মধ্যে পুরুষ নীল পানগির্দির গড় ওজন ২২ গ্রাম আর মেয়ে নীল পানগির্দির গড় ওজন ১৮.৮ গ্রাম।
লেখক : নিসর্গী ও পরিবেশবিদ, জার্মান অ্যারোস্পেস সেন্টার
সম্পর্কিত খবর

যুক্তরাজ্যে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান


মির্জা আব্বাস
পিআর পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না
নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘পিআর পদ্ধতির (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন জনগণের মাথায় ঢোকানোর আগে, তাদের ভোট দেওয়া শেখান। নতুন পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’ তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
গতকাল শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদ ফারুক সড়কে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে, গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর কোনো তালেবানি নির্বাচন চলবে না, জনগণ তা মেনে নেবে না। বিএনপির বিরুদ্ধে মানুষকে ভুল-বোঝানোর চেষ্টা করে কোনো লাভ নেই।
মির্জা আব্বাস বলেন, ‘যারা একসময় ভাত খেতে পারত না, আজ তারা টাকার কুমির হয়েছে। আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা এত টাকা কোথায় পেল?’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন, নবী উল্লাহ নবীসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।

জামায়াতের জাতীয় সেমিনার
ভবিষ্যৎ সরকারকে জুলাই সনদ মেনে দেশ চালাতে হবে
বিশেষ প্রতিনিধি

বর্তমান ও ভবিষ্যতের সরকারকে জুলাই সনদ মেনে দেশ পরিচালনা করতে হবে। তা না হলে আবারও জুলাই যোদ্ধাদের নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই ২৪-এর গণ-অভ্যুত্থান : প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন জামায়াত নেতারা। সেমিনারে ১২ খণ্ডে প্রকাশিত ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কি সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জুলাইয়ের গণজাগরণকে টেকসই করতে হলে রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।’
তাঁর অভিযোগ, প্রশাসনের ভেতরে এখনো ‘আওয়ামী ফ্যাসিস্ট’ শক্তির দোসররা সক্রিয় রয়েছে এবং তারা রাষ্ট্রে অস্থিরতা তৈরি করছে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, এখনই সময় নিজেদের অভ্যন্তরে গণতন্ত্র, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তোলার।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, ‘জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। তাঁর পরিবর্তে সেমিনারে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ‘১৯৭১ সালের পর এবার আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এখন দরকার তৃতীয়বার স্বাধীনতার লড়াই, যেখানে মানুষের গোলামির জায়গায় আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে।’
তিনি আরো বলেন, ‘জাতীয় সংসদে আল্লাহর আইন পাস করতে হবে।
সেমিনারে আরো বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির সেলিম উদ্দিন, বাংলাদেশ লইয়ারস কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, গুমের শিকার লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ প্রমুখ।
সেমিনারে জামায়াত নেতারা বলেন, আওয়ামী লীগ শাসনামলে মুসলমানদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে নির্যাতন চালানো হয়েছে, মসজিদের ইমামদের হত্যা করা হয়েছে। এখন আবার দক্ষিণপন্থার নামে আতঙ্ক ছড়িয়ে নতুন ষড়যন্ত্র চলছে, যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

৫০ লাখ টাকা চাঁদাবাজি
পলাতক ছাত্রনেতা অপু গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পলাতক গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রাজধানীর গোপীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। গতকাল বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি ব্রিফ করে তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানান।
চাঁদাবাজির ঘটনায় এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজনকে গ্রেপ্তার করে গুলশান থানার পুলিশ।
ব্রিফিংয়ে তালেবুর রহমান জানান, গত ১৭ জুলাই সকাল ১০টার দিকে অপু ও রিয়াদ গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই দিন ১০ লাখ টাকা চাঁদা দেওয়া হয় তাঁদের। পরে আবার তাঁরা গত ১৯ জুলাই বাকি ৪০ লাখ টাকা আনতে যান।
এ ঘটনায় গুলশান থানায় মামলা করেছেন সিদ্দিক আবু জাফর। গ্রেপ্তার ব্যক্তিরা ছাড়াও আরো কয়েকজন অজ্ঞাতপরিচয় আসামি রয়েছে মামলায়।
পুলিশ জানায়, শাম্মী আহমেদের বাসা থেকে ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার পর রিয়াদসহ কয়েকজন তা ভাগ-বাটোয়ারা করে নেন। নিজের ভাগের পাঁচ লাখ টাকা রিয়াদ তাঁর বাড্ডার মেসে রাখেন। এর মধ্যে দুই লাখ ৯৮ হাজার টাকা গত বৃহস্পতিবার উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার ডিএমপির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রিয়াদের পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, এই সোয়া দুই কোটি টাকার চেক নেওয়া হয় রংপুর-৬ আসনের (পীরগঞ্জ) আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদের ব্যবসাপ্রতিষ্ঠান ‘ট্রেড জোন’ থেকে। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় জানে আলম ও রিয়াদকে গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে চাঁদা দাবি, যুবক আটক : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবঞ্জ শহরের স্বরূপনগর মহল্লার একটি বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে প্রবেশ করে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের পর স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে সোহেল রানা (২৩) নামের এক যুবককে পুলিশে দিয়েছে। তবে এ সময় সোহেলের সহযোগী আরো তিনজন পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় যুবকদের মারধরে আহত ওই বাড়ির দুই নারীকে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটক সোহেল শহরের নয়াগোলা মহল্লার মৃত শরিফুল ইসলামের ছেলে।
এলাকাবাসী, ভুক্তভোগী পরিবারের সদস্য ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে কলিং বেল চেপে ওই বাড়িতে বাল্যবিবাহ হচ্ছে অভিযোগে প্রবেশ করেন চার যুবক। বাড়ির দরজা খোলা মাত্র তাঁরা বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করেন এবং বাড়ির নারীদের মারধর করে দুজনের গলায় থাকা দুটি সোনার চেইন ছিনিয়ে নেন। এদিকে ঘটনার সময় বাড়ির লোকজনের চিৎকার-চেঁচামেচিতে এলাকাবাসী এগিয়ে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার ও আটক করে থানায় নিয়ে যায়।
বরিশালে দুই সমন্বয়ক মুচলেকায় মুক্ত : ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠিতে আওয়ামী লীগের ঠিকাদারের বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক দুই সমন্বয়ক সদর থানায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।
এই দুই সমন্বয়ক হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সিরাজুল ইসলাম (২৪) ও বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মেহেদী (২৫)। বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে সদর থানায় লিখিত অঙ্গীকার দিয়ে তাঁরা ছাড়া পান।
অভিযোগ রয়েছে, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর কম্পিউটার অপারেট শাওন খানের ব্রিজ ও সড়কে তিন কোটি টাকার কাজের চূড়ান্ত বিল তুলতে দুই মাস ধরে দুই সমন্বয়ক নলছিটি উপজেলা প্রকৌশলীকে চাপ দিয়ে আসছিলেন। এক পর্যায়ে তাঁরা উপজেলা প্রকৌশলীকে বিল ছাড়ানোর জন্য ঘুষ দেওয়ার প্রস্তাব দেন বলেও অভিযোগ করেন প্রকৌশলী।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এলজিইডিতে দুই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে স্থানীয় ঠিকাদাররা আটক করেছেন—এমন খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাঁদের দুজনকে থানা হেফাজতে নিয়ে আসি। তখন এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছিল, এই সমন্বয়করা তাদের অনৈতিকভাবে হয়রানি করে আসছেন। তবে কোনো লিখিত অভিযোগ নেই। স্থানীয় রাজনৈতিক দলের নেতারা তাদের নিয়ে বসে বিষয়টির সমাধান করেছেন।