‘কণ্ঠস্বর হারিয়ে ফেলেছে ভারত। সঙ্গে আত্মসমর্পণ করে দিয়েছে মূল্যবোধেরও।’ ইরান ও গাজায় ইসরায়েলি হামলা নিয়ে ভারতের অবস্থান প্রসঙ্গে শনিবার এমনই কটাক্ষ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। দ্য হিন্দুতে ‘ভারতের কণ্ঠস্বর শোনার জন্য এখনো খুব বেশি দেরি হয়নি’ শীর্ষক এক প্রতিবেদনে সোনিয়া জানান, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বরাবর শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী স্বাধীনতার কল্পনা করে এসেছে ভারত।
গাজা-ইরান ইস্যুতে সোনিয়া গান্ধী
ভারতের নীরবতা মূলত মূল্যবোধের আত্মসমর্পণ
কালের কণ্ঠ ডেস্ক

সোনিয়া বলেন, ‘প্রথমে গাজার ধ্বংসযজ্ঞ এবং এখন বিনা প্ররোচনায় ইরানের ওপর হামলা সম্পর্কে নয়াদিল্লির এই নিস্তব্ধতা দেশের নৈতিক ও কূটনৈতিক ঐতিহ্যের বিচ্যুতির প্রতিফলন। এই পদক্ষেপ শুধু কণ্ঠস্বর হারিয়ে ফেলা নয়, মূল্যবোধেরও আত্মসমর্পণ।
কংগ্রেস সভানেত্রী বলেন, ‘ইরান এবং দেশটির সার্বভৌমত্বের বিরুদ্ধে বেআইনি ও উদ্বেগপূর্ণ হামলা চালিয়েছে ইসরায়েল। ফলস্বরূপ, বিশ্ব আরো একবার একতরফা সামরিক সংঘাতের বিপজ্জনক পরিণতি প্রত্যক্ষ করতে চলেছে।
সোনিয়া বলেন, ‘সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষ ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর একের পর এক নৃশংস আক্রমণ করছে ইসরায়েল। হামলায় ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। ভবিষ্যতেও এর ফল ভোগ করতে হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে শান্তি নষ্ট করে চরমপন্থাকে মদদ দেওয়ার দীর্ঘ ও দুর্ভাগ্যজনক রেকর্ড তৈরি করেছে ইসরায়েল। আসলে আলোচনার পরিবর্তে উত্তেজনা বৃদ্ধিতে বিশ্বাসী নেতানিয়াহু বলে দাবি কংগ্রেস নেত্রীর।
ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেন, ‘গত ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট তাঁর গোয়েন্দাপ্রধানের মতামত খারিজ করেন এবং দাবি করেন, শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে ইরান। মার্কিন প্রেসিডেন্টের সেদিনের বক্তব্য গভীরভাবে হতাশাজনক। বিশ্বের জন্য এমন এক নেতার প্রয়োজন, যিনি তথ্যের ওপর ভিত্তি করে কূটনৈতিক পথে সিদ্ধান্ত নেবেন; বল প্রয়োগ কিংবা মিথ্যাচারের মাধ্যমে নয়।’
সোনিয়া গান্ধীর দাবি, ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের মিত্রতার সম্পর্ক। গভীর সখ্যের বন্ধনে আবদ্ধ দুই দেশ। তিনি জানান, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে ইরান। এমনকি জম্মু-কাশ্মীর নিয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তেও মিত্রতা পালন করেছে দেশটি।
বিগত কয়েক দশকে ভারত ও ইসরায়েলের সম্পর্ক প্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেন, ‘অনন্য এই অবস্থানের কারণেই উত্তেজনা প্রশমন করে শান্তির সেতু নির্মাণের জন্য আমাদের দেশের নৈতিক ও কূটনৈতিক দায়িত্ব রয়েছে। এটা কোনো নীতি নয়। লাখ লাখ ভারতীয় পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বসবাস করেন। উপার্জনের পথ বেছে নেন। সুতরাং এই অঞ্চলে শান্তি বজায় রাখার ক্ষেত্রে দেশের স্বার্থও জড়িয়ে রয়েছে।’
তাঁর মতে, ‘ইসরায়েলের অসামঞ্জস্যপূর্ণ ধ্বংসযজ্ঞ দেখে আমরা চুপ থাকতে পারি না। ফিলিস্তিনে ৫৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। একাধিক পরিবার, প্রতিবেশী, এমনকি হাসপাতাল পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। বর্তমানে দুর্ভিক্ষের কিনারায় দাঁড়িয়ে রয়েছে গাজা। এই এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়ত কষ্টের সঙ্গে লড়াই করে চলছে।’ সূত্র : দ্য হিন্দু
সম্পর্কিত খবর

রাস্তা থেকে মাটি সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা


কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত
- চার জেলায় ৪ লাশ উদ্ধার
কালের কণ্ঠ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন। এ ছাড়া বাগেরহাটে যুবদল নেতাকে হত্যার অভিযোগসহ পাঁচ জেলায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এসব ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভূন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম শহিদের ছেলে বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। তাঁরা সবাই জমি নিয়ে বিরোধে থাকা শাহাজাহান মিয়ার পক্ষের লোক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে ৫০ শতক জমি নিয়ে বিরোধ চলছিল।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
এ ছাড়া দেশের অন্য কয়েকটি জেলায়ও পৃথক ঘটনায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।
বাগেরহাটে শ্বশুরবাড়ির লোকজনের মারধরে সোহাগ সরদার (২৭) নামের যুবদলের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ময়মনসিংহের ভালুকায় বিয়ের মাত্র ছয় দিনের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রূপা (১৮) তাঁর স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। স্বামী দাবি করেছেন, রূপা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পুলিশ অপমৃত্যুর মামলা নিয়েছে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ধারণা করা হচ্ছে, প্রায় দুই সপ্তাহ আগে যুবকের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার মানকিদাহ এলাকায় নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে টাঙ্গন নদী থেকে। মৃত ব্যক্তি হলেন দিনাজপুর জেলার বাসিন্দা আনোয়ারুল ইসলাম।

বিমানে যান্ত্রিক ত্রুটি ২৮৭ যাত্রী নিয়ে নিরাপদে চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নের পরপরই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইট বিজি ১৪৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮৭ জন যাত্রী নিয়ে অবতরণ করেছিল। এটি ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮-এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইট বিজি ১২২-এ অনবোর্ড সম্পন্ন হয়। সকাল ১০টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) দুবাই থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানের ত্রুটি সারানোর কাজ চলছে। যাত্রীরা নিরাপদে আছেন।

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ৫০ আরোহীর সবাই নিহত
কালের কণ্ঠ ডেস্ক

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে একটি অ্যান-২৪ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক খবরে জানানো হয়েছে, কেউই বেঁচে নেই। সিভিল ডিফেন্স, জরুরি ও দুর্যোগবিষয়ক মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বলেছে, অ্যান-২৪ বিমানটি পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক বিমান সংস্থা আঙ্গারা। প্রথমে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়।
ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে, চীনের কাছাকাছি আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
বার্তা সংস্থা তাসের খবর অনুযায়ী, আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের মতো দৃষ্টিসীমা ক্রমশ ক্ষীণ হয়ে আসে। এ কারণে বিমানটি অবতরণের চেষ্টা করে থাকতে পারেন ক্রু।
স্থানীয় জরুরিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি গন্তব্যের কাছাকাছি থাকাকালে হঠাৎ করে রাডারের বাইরে চলে যায়। গভর্নর অরলোভ টেলিগ্রামে লিখেছেন, প্রাথমিক তথ্যে জানা গেছে বিমানে ৪৩ জন যাত্রী ছিলেন।
উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪৩ যাত্রী ও ছয় ক্রু ছিলেন বলে আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ আগেই জানিয়েছিলেন। যেখানে উড়োজাহাজটি ‘রাডার থেকে হারিয়ে যায়’, সেটি রাশিয়ার তাইগা বনভূমি অঞ্চলে পড়েছে।
১৯৫০-এর দশকে নির্মিত আন্তোনভ আন-২৪ উড়োজাহাজ সাধারণত যাত্রী ও মালপত্র পরিবহনে ব্যবহৃত হয়। এখন পর্যন্ত এই মডেলের হাজারের বেশি উড়োজাহাজ তৈরি হয়েছে। রাশিয়ায় এখন সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে এ ধরনের উড়োজাহাজ ব্যবহৃত হয় বলে জানিয়েছে আরটি।
সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় পাইলটের ভুল এবং খারাপ দৃশ্যমানতা এই দুর্ঘটনার কারণ হতে পারে। সূত্র : রয়টার্স