এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
এর আগে ৬ জুন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অভ্যারখীল এলাকা থেকে রেহানা বেগম (৬২) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। এর পর থেকে নিহতের এক পুত্র ও পুত্রবধূ পলাতক বলে পুলিশ জানায়।
একই দিন বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন বাজার এলাকায় ওসমান গণি বাঁচা মিয়া (৫০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে তাঁর মেয়ের জামাই। এ ঘটনায় মেয়ের জামাই মোহাম্মদ হোসেনকে (৪০) ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গত ৫ জুন চান্দগাঁও থানার কে বি আমান আলী রোডে বড় ভাইয়ের হাতে মো. মোরশেদ (৪২) নামের ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় মো. জসিম (৪৭) নামের বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যশোর : যশোরে গত পাঁচ দিনে দুটি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঈদের দিন জেলার শার্শা উপজেলায় ককটেল হামলায় আব্দুল হাই (৫০) নামের এক বিএনপিকর্মী নিহত হন। অপর খুনের ঘটনাটি ঘটে জমিজমাসংক্রান্ত বিরোধে যশোর সদর উপজেলার নুরপুর ডাকাতিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার ডুবপাড়া জামতলা মোড়ে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন আব্দুল হাই। তাঁকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত সোমবার বিকেলে যশোর সদর উপজেলার ডাকাতিয়া নুরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মঈন উদ্দিন (৪৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে আশিক নামের এক চাচাতো ভাই। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
গাজীপুর : গাজীপুর মহানগরীর পৃথক স্থান থেকে নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে বাসন থানার ইটাহাটা কলাবাগান এলাকার একটি বাড়ি থেকে মরিয়ম আক্তার খুশির এবং গতকাল সকালে সদর থানার ভুরুলিয়া রেলব্রিজ থেকে ঝুলন্ত অবস্থায় সেলিম শিকদার পাপন নামের এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়।
কিশোরগঞ্জের কটিয়াদির মো. হানিফ মিয়ার মেয়ে খুশি (১৮) ইটাহাটা এলাকার আমিনুল ইসলামের স্ত্রী এবং পাপন (২৮) গাজীপুরের কালিয়াকৈরের আশারিয়া গ্রামের আবু হানিফ শিকদারের ছেলে।
বাসন থানার এসআই মোহাম্মদ আলী জানান, নিহত খুশির শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় খুশির মা রেনু বেগম বাদী হয়ে স্বামীসহ তাঁর পরিবারের পাঁচ-ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম আলী জানান, সেলিম শিকদার পাপন গত রবিবার শ্বশুরবাড়ি বাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার নতুনচর গ্রামে বেড়াতে যান। পরদিন সোমবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে স্থানীয় ‘বাজারে যাচ্ছি’ বলে আর ফিরে আসেননি। মঙ্গলবার ভুরুলিয়া রেলব্রিজে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে বাদশা মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মামার হাতে ভাগ্নি শিশু লামিয়া খুন হয়েছে। ঘটনাটি ঘটে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের ছোট বিন্যাদাইর গ্রামে। পুলিশ জানায়, লামিয়া খাতুন (৬) মামা আরাফাতের (১৬) বিড়ি খাওয়া দেখে ফেলায় লামিয়াকে আরাফাত গত ৩ জুন হত্যা করে।
লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের সদরপাড়া গ্রামে আলোচিত দুলু মিয়া হত্যাকাণ্ড মামলার প্রধান দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের স্ত্রী মনছুরা আক্তার মনি ও তাঁর বোন মাহফুজার আক্তার চাঁদনী। র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার পূর্ব রামপুর এলাকা থেকে দুই বোনকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার খুন হন দুলু ।
পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি গ্রামের বাবার বাড়িতে ঈদের দিন সকালে খুন হয়েছেন এমি খাতুন (২১) নামের এক গৃহবধূ। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি ওই নারীর স্বামী হাফেজ হাসিবুল ইসলামকে গত সোমবার বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে কোরবানির মাংস নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হুমায়ূন কবীর (৪৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূন কবীর মারা যান। এর আগে গত ৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার ওসি মাহামুদুল হাসান জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় স্বামীর হাতে খুন হয়েছেন সাবিনা আক্তার (৪০) নামের এক গৃহবধূ। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজারের একটি বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।
ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুুুন কবির জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। আসামি মো. স্বপন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভাঙ্গুড়া (পাবনা) : পাবনার ভাঙ্গুড়ায় সিকেবি রুস্তম মিয়া আলিম মাদরাসার নৈশপ্রহরী ওসমান গনি মোল্লাকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ১০টার দিকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোরবানির মাংস কাটা নিয়ে বাগবিতণ্ডার জেরে দুই ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৭ জুন সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের পুইতারা উত্তরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়ার (৫০) সঙ্গে রুবেল মিয়া ও আলমগীর মিয়ার পারিবারিক বিরোধ চলছিল।
বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে দুই ভাই রুবেল ও আলমগীর পলাতক।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদী থেকে মো. আসাবুল (৬৮) নামের এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
নিয়ামতপুর (নওগাঁ) : শ্বশুর ও স্ত্রীর বড় ভাইয়ের মধ্যে মারামারি থামাতে গিযে বলি হতে হলো জামাইকে। স্ত্রীর বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল জামাই সুমনের। গত ৭ জুন উপজেলার ভাবিচা ইউনিয়নের ভিমা আদিবাসীপাড়ায় ঘটনাটি ঘটে। নিহত সুমন নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের জীতেন ঘোষের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহত সুমন কুমারের স্ত্রীর বড় ভাই গিরি চরণ ওরফে পলাশকে (২৬) গ্রেপ্তার করেছে।