ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মৌলভীবাজার, খাগড়াছড়ি ও ফেনী সীমান্ত দিয়ে নতুন করে ৫৬ বাংলাদেশি নাগরিককে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। গত ২৪ দিনে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইনের মাধ্যমে অন্তত এক হাজার ৭৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ভাষ্য অনুযায়ী, ফেরত আসা এসব বাংলাদেশি বেশ কয়েক বছর ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর :
মৌলভীবাজারে শিশুসহ ২৯ জন ফেরত : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাগিছড়া ও চম্পাছড়া এবং জুড়ী উপজেলার রাজকি সীমান্ত দিয়ে গতকাল শুক্রবার সকালে ২৯ জনকে পুশ ইন করে ভারত।
তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকটি পরিবার রয়েছে।
বিজিবির ৪৬ ও ৫২ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যক্তিদের বেশির ভাগই কুড়িগ্রামের বাসিন্দা। তাঁরা হরিয়ানা রাজ্যে ইটভাটায় কাজ করতেন। আটক ব্যক্তিদের মধ্যে ১০ জনকে জুড়ী উপজেলার রাজকি সীমান্ত থেকে এবং ১৯ জনকে কমলগঞ্জের দুটি সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।
তাঁদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্ত দিয়ে ১৪ জনকে ঠেলে পাঠানো হলো : খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়নের আমবাগান সীমান্ত দিয়ে গতকাল ভোরে আরো ১৪ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। বিজিবি তাঁদের আটক করে ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখে।
মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ১২ জন কুড়িগ্রাম ও দুজন দিনাজপুর জেলার বাসিন্দা।
যাচাই-বাছাই শেষে তাঁদের নিজ নিজ জেলায় ফেরত পাঠানো হবে। খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, এ মাসে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ১১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১৩ জন : ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত দিয়ে গতকাল ভোরে চারটি পরিবারের সদস্যসহ ১৩ জন বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। তাঁদের মধ্যে ছয়জন শিশু, তিনজন নারী এবং চারজন পুরুষ। তাঁরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় কাজ করা অবস্থায় তাঁদের আটক করে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। পরে রাতের অন্ধকার ও বৈরী আবহাওয়ার সুযোগে তাঁদের চোখ ও হাত বেঁধে সীমান্ত এলাকায় এনে পুশ ইন করা হয়।
৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, আটক ব্যক্তিদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে। বিএসএফের এ ধরনের আচরণের বিরুদ্ধে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে, লিখিত প্রতিবাদও পাঠানো হবে।
ফেনীতে শূন্যরেখার ভেতরে খাল কাটতে গিয়ে বাধার মুখে বিএসএফ : এদিকে ফেনীর পরশুরাম উপজেলার বল্লারমুখ সীমান্তে গত বৃহস্পতিবার রাতে শূন্যরেখার ভেতরে খাল খননের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।
বিজিবি জানায়, ভারতের অংশে পানি জমে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিএসএফ পুরনো ভরাট হয়ে যাওয়া খালটি খনন করতে চায়। কিন্তু সেই খালের ২০ ফুট অংশ শূন্যরেখার মধ্যে পড়ায় বিজিবি তাদের বাধা দেয়। স্থানীয়রাও ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ জানায়।
৪ বিজিবির অধিনায়ক মো. মোশারফ হোসেন বলেন, বল্লারমুখ এলাকায় একটি বাংলাদেশি বাঁধ ভারতের অংশে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে বলে দাবি করে বিএসএফ খাল কাটতে চেয়েছিল।