জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারকে ইসলামবিরোধী, মুসলিমবিদ্বেষী, আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনাকারী ও হিন্দুস্তানের মুখপাত্র আখ্যা দিয়ে পত্রিকা দুটি বর্জনের আহ্বান জানিয়েছে জাগপা ছাত্রলীগ। গতকাল শুক্রবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথম আলো ও ডেইলি স্টার বর্জনের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠনটির নেতারা এই আহ্বান জানান। এ সময় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, ‘আমরা এ দেশের সাংবাদিকতার স্বাধীনতার পক্ষে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে।
কিন্তু যারা দেশকে বিক্রি করে দিতে চায়, দেশের সংস্কৃতিকে নষ্ট করতে চায়, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় দাঙ্গা বাধাতে চায়, সেই গণমাধ্যমকে আমরা ধিক্কার জানাই।’
তিনি আরো বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ভাইয়ে-ভাইয়ে দাঙ্গা বাধাতে চায়, তারা আর কেউ নয়, লোকে বলে প্রথম আলো, আমরা বলি প্রতারক আলো, লোকে বলে ডেইলি স্টার, আমরা বলি দিল্লি স্টার। দিল্লির প্রেসক্রিপশনে চলা এই পত্রিকা দুটি আমাদের সংস্কৃতিকে ধারণ করে না। বরং আমাদের সংস্কৃতিকে নিয়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে।
এ জন্য তারা জাতির কাছে অনেকবার করজোড়ে ক্ষমা চেয়েছে। কিন্তু তারা অতীত থেকে শিক্ষা নেয়নি। তারা আবার মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত করেছে। কাজেই আমরা প্রথম আলো ও ডেইলি স্টারকে বর্জনের আহ্বান জানাচ্ছি।’ এ দেশের যত ‘জঙ্গি নাটক’ সব প্রথম আলো, ডেইলি স্টার পৃষ্ঠপোষকতা করে বলেও জানান ফারুকী।
তিনি বলেন, পিনাকী ভট্টাচার্য বলেছেন, প্রথম আলো ‘র’-এর টাকায় চলে। এখন পর্যন্ত প্রথম আলো এ নিয়ে কোনো প্রতিবাদ করেনি। তাদের নীরবতাই প্রমাণ করে, তারা এটিকে সমর্থন করে।
জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভির সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন ছাত্রশিবিরের ছাত্র অধিকার সম্পাদক আমিনুল ইসলাম, ভাসানী ছাত্র পরিষদের সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের মহাসচিব আমির জিহাদী, ছাত্র ইউনিয়ন পরিষদের আহ্বায়ক শহিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জালাল আহমেদ, ভাসানী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা গোলাম আজম এবং জাগপা ছাত্রলীগের সহসভাপতি রেজাউল ইসলাম।