ঝিনাইদহের মহেশপুরে পূর্বশত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক বিএনপিকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে থানায় একটি হত্যা মামলা করেছেন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সামন্তা গ্রামের জীবননগরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবু জাফর হোসেন ওই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে সালিসের জন্য আবু জাফরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান স্থানীয় জামায়াত নেতা আমিরুল ইসলাম মাতুব্বরের ছেলে সজীব। পরে আবু জাফরকে স্থানীয় জামায়াত নেতা আব্বাস মাস্টার, আমিরুল ইসলাম মাতুব্বর ও তাঁর ছেলে সজীব, তরিকুলসহ কয়েকজন লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। উপর্যুপরি কিল-ঘুষি ও গোপনাঙ্গে আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান আবু জাফর।
নিহতের ছেলে আলমগীর হোসেন বলেন, ‘রাতে সজীব আমাদের বাড়ি এসে বাবাকে ডেকে নিয়ে যায়। কিছু সময় পরে বাড়ির বাইরে চিৎকার শুনতে পাই। বাইরে এসে দেখি আমার বাবার লাশ মাটিতে পড়ে রয়েছে। জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীরা আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
’
অভিযোগের বিষয়ে জানতে জামায়াত নেতা আমিরুল ইসলাম মাতুব্বরের ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।
এদিকে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ।