ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলের সীমান্তের অধিকতর জটিল রুট দিয়ে আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার হিড়িক পড়েছে। এর মধ্যে অন্যতম সিলেট সীমান্তের বেশ কিছু রুট। এসব রুট দিয়ে বৈধ-অবৈধভাবে অনেক নেতা ভারতে পাড়ি দিচ্ছেন। এর মধ্যে সর্বাধিক ভিড় লক্ষ করা গেছে কানাইঘাটের ‘দনা’ এবং গোয়াইনঘাটের ‘তামাবিল’ রুটে।
ক্ষমতার পালাবদল
ভারতে পালাতে সিলেট সীমান্ত বেছে নিচ্ছেন আ. লীগ নেতারা
- ► শীর্ষে কানাইঘাটের ‘দনা’ এবং গোয়াইনঘাটের ‘তামাবিল’ রুট
- ► ডিআই ট্রাকে ঢাকা থেকে সিলেট আসেন নানক
ইয়াহইয়া ফজল, সিলেট

সীমান্তে চোরাকারবারে যারা জড়িত তাদের স্থানীয়ভাবে ‘বুঙ্গাড়ি’ ডাকা হয়। এই ‘বুঙ্গাড়ি’ সিন্ডিকেটের মাধ্যমেই ভারত থেকে চিনি, গরু, মহিষ, ওষুধসহ নানা পণ্য অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে।
৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ নেতারা নিজেদের অনিরাপদ মনে করে সিলেটে ভারত সীমান্তে জড়ো হতে শুরু করেন। ৮ আগস্টের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নেতা সীমান্ত দিয়ে ভারত চলে যেতে সক্ষম হন। তবে বেশ কদিন পর সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আওয়ামী লীগ নেতাদের বেশির ভাগ দনা সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমালেও এই দুই নেতা গোয়াইনঘাটের তামাবিল সীমান্ত দিয়ে দেশ ছাড়েন।
যে কারণে নিরাপদ সীমান্তের দনা রুট
কানাইঘাট উপজেলার এক পাশে জকিগঞ্জঘেঁষা দনা সীমান্ত, অন্য পাশে জৈন্তাপুরঘেঁষা সুরইঘাট সীমান্ত।
এই রুটের বুঙ্গাড়ি সিন্ডিকেটের সদস্যরাই বর্তমানে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পারে সহায়তা করছে। সম্পর্কের কারণে প্রথম দিকে দু-একজনকে পারাপারে সহায়তা করলেও পরে এটিকে পরিণত করা হয় মোটা অঙ্কের অর্থ আয়ের মাধ্যম।
দনা সীমান্তের বুঙ্গাড়ি সিন্ডিকেটের সদস্য সাদ্দাম, রাজুসহ কয়েকজন এই কাজে সহায়তা করছেন বলে জানা গেছে। স্থানীয় ইউনিয়ন সদস্য নাজিম উদ্দিন ও মোস্তাক আহমদও এর সঙ্গে জড়িত বলে জানা গেছে। অন্যদিকে সুরইঘাট রুট নিয়ন্ত্রণ করেন তোতা মিয়া। মোবাইলে বহুবার চেষ্টা করেও তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। আবার কেউ ফোন কল রিসিভ করেননি।
তবে ইউনিয়ন সদস্য নাজিম উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি আর মোস্তাক না হলে বিচারপতি মানিককে আটকানো সম্ভব হতো না। আমিই প্রথম ফেসবুকে বিচারপতি মানিককে আটকের পোস্ট দিয়েছিলাম। অথচ এখন আমাদের নাম বুঙ্গাড়ি সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। মূলত সাদ্দাম হোসেন সেখানকার বড় চোরাকারবারি। সে দীর্ঘদিন ধরে বুঙ্গাড়ির সঙ্গে জড়িত। এ ছাড়া রাজু, রহিমসহ আরো কয়েকজন আছেন।’
ডিআই ট্রাকে ঢাকা থেকে সিলেট আসেন নানক
নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একজন নেতা জানান, সরকার পতনের পরদিন ৬ আগস্ট আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকা থেকে একটি ডিআই ট্রাকে শেরপুর আসেন। পরে সিলেট থেকে একটি গাড়ি সেখানে গিয়ে তাঁকে তামাবিল সীমান্তে পৌঁছে দেয়। এরপর তিনি ওই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।
দুর্ব্যবহারই কাল হয় সাবেক বিচারপতি মানিকের
দনা সীমান্ত দিয়ে ভারতে পালাতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। এর জন্য ১৫ হাজার টাকা রফা হয়। কিন্তু শুরু থেকে তিনি দালালদের সঙ্গে অনবরত দুর্ব্যবহার, ধমক ও তুচ্ছতাচ্ছিল্য করায় দালালরা টাকা নিয়ে তাঁকে মারধর করে সীমান্তে ফেলে যায়।
পান্না ও আমিনুল একসঙ্গে ভারতে প্রবেশ করেন
২৪ আগস্ট দনা সীমান্ত দিয়ে একসঙ্গে ভারতে প্রবেশ করেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। ভারতের জৈন্তিয়া পাহাড় এলাকায় পান্না মারা গেলেও আমিনুল শিলং হয়ে কলকাতা পৌঁছে যান।
প্রথম পর্যায়ে সীমান্ত দিয়ে দেশ ছাড়েন যাঁরা
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সকাল থেকেই সিলেট আওয়ামী লীগের অনেক নেতা বাসা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। সিলেট সিটি করপোরেশনের পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ওই দিন দুপুর আড়াইটার পর ভাড়া গাড়িতে সীমান্তে রওনা দেন। পরে সুলেমান নামের স্থানীয় এক নেতার সহযোগিতায় তিনি ভারতে চলে যান।
সূত্রটি জানায়, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত সরকার এবং সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার ৬ আগস্ট তামাবিল দিয়ে ভারতে চলে যান। কাছাকাছি সময়ে সীমান্ত পাড়ি দেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
সূত্র আরো জানায়, আওয়ামী লীগ নেতাদের ভারত পাড়ি দিতে সীমান্তে বুঙ্গাড়ি সিন্ডিকেটকে মোটা অঙ্কের অর্থ দিতে হলেও রণজিত, আজাদ ও বিধানের কাছ থেকে তারা টাকা নেয়নি।
ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বেশির ভাগ নেতা পাড়ি জমিয়েছেন দনা সীমান্ত দিয়ে
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এমদাদ আহমদ, ছাত্রলীগের জেলা সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর সাধারণ সম্পাদক নাইম ইসলামসহ কয়েকজন নেতা দনা সীমান্ত দিয়ে শিলং চলে গেছেন। পরে সিসিকের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ ও ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম একই পথে শিলং চলে যান। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও দনা সীমান্ত দিয়ে ভারতে চলে যান। যদিও এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
কলকাতায় আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা
নির্ভরযোগ্য সূত্র জানায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। তবে বাহাউদ্দিন নাছিম রৌমারি সীমান্ত দিয়ে পাড়ি জমিয়েছেন বলে যানা গেছে। আর নাদেল কোন রুট দিয়ে পাড়ি জমিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
শীর্ষ নেতাদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ভারতের শিলংয়ে সিলেট ছাত্রলীগের নেতাদের আতিথ্যে রয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
দনা সীমান্ত দিয়ে দেশ ছাড়ার হিড়িক প্রসঙ্গে কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘আমরা এ বিষয়ে খোঁজখবর রাখছি। এমন তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পর্কিত খবর

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে দুজনসহ তিন জেলায় চার খুন
কালের কণ্ঠ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুজনকে হত্যা করা হয়েছে। কুমিল্লায় ঘুমন্ত নারীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে খুন করা হয়েছে। দিনাজপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :
গতকাল বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও আদাবরের নবোদয় হাউজিংয়ে দুটি হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান বলেন, চাঁদ উদ্যান সড়কের লাউতলায় আল আমিন (৩০) নামের একজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এর এক ঘণ্টা পর আদাবরের নবোদয় হাউজিংয়ে ইব্রাহিম নামের একজনকে গুলি করে হত্যা করা হয়। আদাবর থানার এসআই আলমগীর হোসেন বলেন, গুলি করে পালিয়ে যাওয়ার সময় সজীব ও রুবেল নামের দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
কুমিল্লা : দেবীদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামে মঙ্গলবার রাতে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা করা হয়।
ঝরনা বেগমের স্বামী আব্দুল করিম জানান, স্ত্রীর সঙ্গে তাঁর পারিবারিক নানা বিষয়ে দূরত্ব ছিল। স্বামীর অসুস্থতার কারণে স্ত্রী তাঁকে প্রায়ই ঘুমের ওষুধ খাওয়াতেন। আগের রাতে ঝরনা তাঁকে আটটি ঘুমের বড়ি খাওয়ালে কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন।
দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন বলেন, ‘ওই নারীর মাথায় তিনটি ধারালো অস্ত্রের আঘাত আছে, যেগুলো ইলেকট্রিক প্লায়ার্স বা স্ক্রু ড্রাইভারের আঘাত হতে পারে। হত্যাকাণ্ডের বিষয়টি নানামুখী, আমরা তদন্ত করছি।’
দিনাজপুর : দিনাজপুরের বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের মাটিয়ান গ্রামে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহত আসাদুল ইসলাম (৩৫) উপজেলার যুগীহারীখাড়িপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
নিহতের বড় ভাই মকবুল হোসেন জানান, কয়েক দিন আগে পুরনো ভ্যান বিক্রি করে নতুন ভ্যান কেনেন আসাদুল ইসলাম। মঙ্গলবার সেই ভ্যান চালাতে গিয়ে আর বাসায় ফেরেননি।
রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার আগলা গ্রামে ঘাসের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. আবরার (৬) ওই এলাকার ডা. শওকত শরীফের ছেলে। ডা. শওকত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিশেষজ্ঞ।
এ ঘটনায় সন্দেহভাজন দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কিশোরী হেফাজতে রাখা হয়েছে। আরএমপির বেলপুকুর থানার ওসি সুমন কাদেরী এসব তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

সিরিজ জিতে দেশে ফিরছে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অভিষেক হয়েছিল শ্রীলঙ্কায়, ১৯৮৬ এশিয়া কাপ দিয়ে। তখন পুরো ৫০ ওভার ব্যাটিং করাই ছিল বড় চ্যালেঞ্জ। এরপর সময় গড়িয়েছে, কালের বিবর্তনে শ্রীলঙ্কায় টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সব ফরম্যাটে জয়ও আছে।

জেতার জন্য ১৩৩ রান টি-টোয়েন্টিতে বড় লক্ষ্য নয়। তবে অলিখিত ফাইনালের চাপ, ব্যাটিংয়ের ফাঁকফোকর আর প্রেমাদাসার উইকেট বিবেচনায় এটা আবার আয়েশে পাড়ি দেওয়া দূরত্বেরও নয়।
মাস তিনেক আগে ঘটা করে তাঁকে টি-টোয়েন্টির সহ-অধিনায়ক করা হয়েছিল। কিন্তু প্রথম সফরে নীরবে নতুন দায়িত্বের সঙ্গে একাদশেও জায়গা হারিয়েছিলেন শেখ মেহেদী। তাই সিরিজ নির্ধারণী ম্যাচটায় আর সবার চেয়ে তাঁর ওপর চাপ ছিল বেশি। যদিও মাঠে সে রকম কিছু মনে হয়নি। বরং মাত্র ১১ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন মেহেদী, যা তাঁর ক্যারিয়ারসেরা টি-টোয়েন্টি বোলিংও। এর মধ্যে ব্যাটিং পাওয়ার প্লেতে করা ২ ওভারে ২ উইকেট নিয়েছেন। নিজের কোটা পূর্ণ করেছেন ফিল্ডিং বিধি-নিষেধ উঠে যাওয়ার পর। সে স্পেলেও জোড়া শিকার মেহেদীর। আর উইকেটগুলো যথাক্রমে কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল, চারিথ আশালঙ্কা ও পাথুম নিশাঙ্কার—বকলমে যাঁরা শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড। সিরিজের প্রথম ম্যাচে বাদ পড়া মুস্তাফিজুর রহমান গতকালও উজাড় করে দিয়েছেন। পাওয়ার প্লেতে নিখুঁত নিশানায় দুই ওভার করেছেন। পরের স্পেলে স্লোয়ার আর কাটারে ধন্দে রেখেছেন লঙ্কান ব্যাটারদের। তাতে ৪ ওভারে মাত্র ১১ রান গুনেছেন মুস্তাফিজ, সঙ্গে আঁটসাঁট বোলিংয়ের পুরস্কার হিসেবে একটি শিকার। এর মধ্যে শামীম হোসেনকে দিয়ে দুই ওভার বোলিং করিয়ে নিয়েছেন লিটন দাস। এই সিরিজে যেন অধিনায়ককে বিমুখ না করার সিদ্ধান্ত নিয়েছেন শামীম! ১০ রানের বিনিময়ে বিপজ্জনক হয়ে ওঠার মুখে কামিন্ডু মেন্ডিসকে থামিয়েছেন তিনি। ব্যাকওয়ার্ড পয়েন্টে কাচটি দারুণ দক্ষতায় নিয়েছেন এক ম্যাচ বিরতির পর একাদশে ফেরা তানজিম হাসান। রিশাদ হোসেন ৪ ওভারে মাত্র ২০ রান দিয়েছেন। তবে এক দিনে সবার তো আর সব হয় না। বাংলাদেশের বোলিং বিভাগে যেমন শরিফুল ইসলাম রান গুনেছেন ৫০! তাতে শ্রীলঙ্কার ইনিংসও শেষ দিকে দাসুন শানাকার ঝটকায় এক শ ছাড়িয়ে যায়। ৩৫ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।
অবশ্য ম্যাচের নির্ঘণ্ট করতে গিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আশালঙ্কা একটা কথাই বারবার করেছেন, ‘মেহেদী দারুণ বোলিং করেছে।’ টি-টোয়েন্টির একাদশে প্রত্যাবর্তনের রোমাঞ্চকর গল্প লিখলেন এই অফস্পিনার অলরাউন্ডার।

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে এক দিনে ৫৫ জনকে পুশ ইন
নিজস্ব প্রতিবেদক ও মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

ভারত থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার তিনটি সীমান্তপথে ৫৫ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ৩৩ জন নারী এবং ১০টি শিশু।
গতকাল বুধবার ভোর ৪টা থেকে সকাল ৭টার মধ্যে এই পুশ ইনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
এর আগে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ভারতীয় অংশে অবৈধভাবে অবস্থান করা সাত বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার রাত ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।সিলেট বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, নোয়াকোট, কালাইরাগ, তামাবিল ও শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে চারটি গ্রুপে এসব বাংলাদেশিকে পুশ ইন করা হয়। পরে সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের সবাইকে আটক করেন।
বিজিবি সূত্র জানায়, সিলেট জেলার কালাইরাগ সীমান্তে সাতটি পরিবারের ১৯ জনকে আটক করা হয়। শ্রীপুর সীমান্তের মোকামপুঞ্জি এলাকা দিয়ে পুশ ইন করা হয় ১৩ জনকে। তামাবিল বিওপির নলজুরি থেকে দুজনকে আটক করা হয়। অন্যদিকে সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপি এলাকার ছনবাড়ী সীমান্ত দিয়ে পুশ ইন করা হয় ২১ জনকে।
মহেশপুর সীমান্তে ৭ বাংলাদেশিকে হস্তান্তর : ঝিনাইদহের মহেশপুর বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশ আসার সময় বিএসএফ তাদের আটক করে। পরে মহেশপুর সীমান্তের বাগাডাঙ্গা বিওপিকে অবগত করে তারা। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়ে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে তাদের গ্রহণ করা হয়।

কুমিল্লায় ঘরে ঢুকে ঘুমন্ত নারীকে, দিনাজপুরে ভ্যানচালককে হত্যা
- রাজশাহীতে শিশুর লাশ উদ্ধার
কালের কণ্ঠ ডেস্ক

কুমিল্লায় ঘুমন্ত নারীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে খুন করা হয়েছে। দিনাজপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রাজশাহীর পুঠিয়ায় পাওয়া গেছে ছয় বছরের এক শিশুর লাশ। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :
কুমিল্লা : দেবীদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামে মঙ্গলবার রাতে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা করা হয়।
ঝরনা বেগমের স্বামী আব্দুল করিম জানান, স্ত্রীর সঙ্গে তাঁর পারিবারিক নানা বিষয়ে দূরত্ব ছিল। স্বামীর অসুস্থতার কারণে স্ত্রী তাঁকে প্রায়ই ঘুমের ওষুধ খাওয়াতেন। আগের রাতে ঝরনা তাঁকে আটটি ঘুমের বড়ি খাওয়ালে কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন।
দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন বলেন, ‘ওই নারীর মাথায় তিনটি ধারালো অস্ত্রের আঘাত আছে।
দিনাজপুর : দিনাজপুরের বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের মাটিয়ান গ্রামে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে রাস্তা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আসাদুল ইসলাম (৩৫) উপজেলার বিজোড়া ইউনিয়নের যুগীহারীখাড়িপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
নিহতের বড় ভাই মকবুল হোসেন জানান, কয়েক দিন আগে পুরনো ভ্যান বিক্রি করে নতুন ভ্যান কেনেন আসাদুল ইসলাম। মঙ্গলবার সেই ভ্যান চালাতে গিয়ে আর বাসায় ফেরেননি।
রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার আগলা গ্রামে ঘাসের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. আবরার (৬) ওই এলাকার ডা. শওকত শরীফের ছেলে। ডা. শওকত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ।
এ ঘটনায় সন্দেহভাজন দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কিশোরী হেফাজতে রাখা হয়েছে। আরএমপির বেলপুকুর থানার ওসি সুমন কাদেরী এসব তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে দুই কিশোরী আবরারকে খেলতে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হলে আবরারকে ঘাসের ভেতরে পাওয়া যাবে বলে তারা জানায়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে।