<h3 style="color:#aaaaaa; font-style:italic"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হাসনাত কাইয়ূম গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক। নেতৃত্ব দিয়েছেন হাওরের জেলে ও কৃষক আন্দোলনে। এ ছাড়া তিনি আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশন বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক। ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন নাসরুল আনোয়ার</span></span></span></span></h3> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ : রাষ্ট্রকাঠামোর সংস্কার নিয়ে অনেক দিন ধরে আপনি কথা বলছেন। এ নিয়ে আপনার প্রকাশনাও রয়েছে। করেছেন রাষ্ট্রচিন্তা নামের সংগঠন। পরে দলও গঠন করেছেন। আপনার মতে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন কেন?</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসনাত কাইয়ূম : আমরা যে রাষ্ট্র দ্বারা শাসিত হচ্ছি, সেটি তৈরি করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি। এ দেশের সম্পদ নিরাপদে নিজেদের দেশে নিয়ে যেতে তারা এটা করেছিল। এর জন্য তারা একটি শিক্ষিত ও সুবিধাভোগী শ্রেণি গড়ে তোলে। অবাধ্যদের দমনে আইন-কানুন, পুলিশ, প্রশাসন, জেলখানা তৈরি করে। একইভাবে জনগণকে নিয়ন্ত্রণ করতে রাজনৈতিক দল ও আইন-কানুন তৈরি করে। এসব মিলিয়ে ছিল তাদের রাষ্ট্র প্রকল্প। ব্রিটিশদের হাত থেকে পাকিস্তান গঠনের পরও রাষ্ট্রের একই চরিত্র অক্ষুণ্ন থাকে। সে জন্য অনিবার্য হয়ে পড়ে স্বাধীনতাযুদ্ধ। মুক্তিযুদ্ধের পর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছিল। কিন্ত রাষ্ট্রের ক্ষমতাকাঠামোর কোনো পরিবর্তন করা হয়নি। বাহাত্তরের সংবিধানের মূলনীতিতে কিছু মহৎ আকাঙ্ক্ষার কথা বলা হলেও রাষ্ট্রক্ষমতাকে এমনভাবে বিন্যস্ত করা হয়, যাতে এসব আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব না হয়। সে জন্যই রাষ্ট্রকাঠামোর সংস্কার প্রয়োজন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ : কোন প্রক্রিয়ায় সংস্কার সম্ভব?</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসনাত কাইয়ূম : প্রথমে সাংবিধানিক ক্ষমতাকাঠামো সংস্কার করে রাষ্ট্রের ঘোষিত আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপযোগী ক্ষমতাকাঠামো গড়ে তুলতে হবে। পরে সরকার পরিচালনার আইন-কানুন, রাজনীতির সংস্কার এবং রাষ্ট্রের সামগ্রিক সংস্কার করতে হবে। আমরা এসব প্রয়োজনীয়তার কথা তুলে ধরছি এবং রাজনৈতিকভাবে কাজও করছি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ : বর্তমানে সর্বত্র রাষ্ট্র সংস্কারের আলোচনা। কিন্তু রাষ্ট্রের কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন আনলে রাষ্ট্রের প্রকৃত সংস্কার হবে সে বিষয়ে আলোচনা হচ্ছে না। আপনার পর্যবেক্ষণ কী?</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসনাত কাইয়ূম : বিদ্যমান রাষ্ট্রযন্ত্র নিয়ে মানুষ অসন্তুষ্ট। এর একটা গ্রহণযোগ্য পরিবর্তন প্রয়োজন। আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, নির্বাচন এবং ভোটব্যবস্থা, সংসদ, বিচার বিভাগ, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‌্যাব, সোয়াট, ডিজিএফআই, এনএসআই, ডিবিসহ বিভিন্ন বাহিনী, স্থানীয় সরকার, অর্থনৈতিক ব্যবস্থা, মৌলিক অধিকার, সংবিধানের ক্ষমতাকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ রকম ক্ষেত্রগুলোতে মৌলিক সংস্কার করা না গেলে রাষ্ট্র আবার দানবের চেহারা ফিরে পাবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ : এর আগে নির্বাচনব্যবস্থার এক ধরনের সংস্কার দেখা গেছে। সেই সংস্কার পরে আবার উচ্চ আদালতের এক রায়ে বাতিল হয়ে গেছে। সংবিধানের অনেক বিধান সংসদ সদস্যরা সংশোধনীর মাধ্যমে বাতিল করেছেন। সংস্কারের এমন পরিণতি যদি না চাই, তাহলে করণীয় কী?</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসনাত কাইয়ূম : জাতীয় সংসদের দায়িত্ব হলো সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনার আইন তৈরি করা। সরকার সংবিধানপরিপন্থী কোনো আইন-কানুন তৈরি করলে সেটা পরখ করে বাতিল করার দায়িত্ব উচ্চ আদালতের। তবে সংসদ সদস্যদের দুই-তৃতীয়াংশ প্রয়োজন মনে করলে তাঁরা সংবিধান সংশোধন করতে পারেন। সে রকম সংশোধনের মধ্য দিয়ে সংবিধানের মৌলিক পরিবর্তন হলে সংবিধান রক্ষায় উচ্চ আদালত সেটি অবৈধ বা বাতিল ঘোষণা করতে পারেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন সংবিধান তৈরির জন্য যেমন সংবিধান সভার নির্বাচন লাগে, সংবিধান সংস্কার করতে হলে সংস্কার সভা বা সংস্কার পরিষদ বা রিফর্ম অ্যাসেম্বলির নির্বাচন লাগবে। রিফর্ম অ্যাসেম্বলির নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সংস্কার করা হলে সংস্কার করা সংবিধানকে আদালত কিংবা সংসদ দিয়ে বাতিল করা যাবে না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ : আপনারা সংবিধান সংস্কারের কথা বলছেন, কেউ কেউ নতুন সংবিধানের কথাও বলছেন...</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসনাত কাইয়ূম : পরিপূর্ণ গণক্ষমতাতান্ত্রিক সংবিধানের প্রত্যাশা আমাদেরও। বর্তমান বাস্তবতায় যতটুকু অর্জন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেটুকু পরিবর্তন আগে নিশ্চিত করতে হবে। সে জন্যই আমরা ক্ষমতাকাঠামোর সংস্কার চাইছি। রাষ্ট্রের দার্শনিক বা মতাদর্শিক বিতর্ক সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জনগণের নিজেদের মধ্যে যতটুকু ঐক্য থাকা দরকার, দীর্ঘদিনের অগণতান্ত্রিক শাসনে মাফিয়ারা সেটাকে ধ্বংস করে দিয়েছে। এ রকম বিভাজিত সময়ে এমন সব ক্ষেত্র থেকে কাজটা শুরু করা দরকার, যেসব পরিবর্তন নিয়ে কারো কোনো আপত্তি থাকবে না। তবে রাষ্ট্রক্ষমতার যেসব ক্ষেত্রের উল্লেখ করেছি, সেসব ক্ষেত্রের সংস্কার নিয়ে কারো মধ্যে মতপার্থক্য নেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ : কেউ কেউ বলছেন, সংবিধানের কী কী পরিবর্তন করতে হবে সেটা নির্বাচনের পর জনপ্রতিনিধিরাই ঠিক করবেন। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসনাত কাইয়ূম : এ দেশের মানুষ বহুবার বহু আন্দোলনে বিজয়ী হয়েছে, কিন্তু বিজয়ের ফল বেহাত হয়ে গেছে। রাষ্ট্রক্ষমতা দখল করেছে, সরকার গঠন করেছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন কোনো রাজনৈতিক দল মানুষের সঙ্গে তাদের ওয়াদা রক্ষা করেনি। সুতরাং নির্বাচিত হয়ে এসে কেউ জনস্বার্থে নিজেদের ক্ষমতা সংকুচিত করার আইন ও সংবিধান বানাবে, মানুষ তা বিশ্বাস করে না। যারা ক্ষমতায় যাওয়ার পর সংস্কার করতে অঙ্গীকারবদ্ধ, ক্ষমতায় যাওয়ার আগে সংস্কার করার ক্ষেত্রে তাদের আপত্তির যৌক্তিকতা দেখি না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ : সংবিধান সংস্কারে আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাব আছে কি?</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসনাত কাইয়ূম : আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব আছে এবং বিবেচনার জন্য ওই প্রস্তাবগুলো আমরা প্রধান উপদেষ্টার হাতে দিয়ে এসেছি। পাশাপাশি সরকারকে সংস্কার কমিশন গঠন করে সব রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন, বিভিন্ন শ্রেণি, পেশা, জাতি, ধর্ম-বর্ণের জনগণের সঙ্গে গণ-আলোচনা করে মতামত সংগ্রহের কথা বলেছি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ :  আপনাকে ধন্যবাদ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসনাত কাইয়ূম : কালের কণ্ঠকেও ধন্যবাদ।</span></span></span></span></p>