<p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">শখ করে একটি গাধা পুষতেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার টেরি ও ডেভ ড্রিয়েরি যুগল। </span></span></span><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">ডিজেল</span></span></span><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi"> নামের গাধাটি বছর পাঁচেক আগে হারিয়ে গিয়েছিল। অনেক সন্ধান করেও শেষ পর্যন্ত তাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন টেরি ও ডেভ। সম্প্রতি এক ভ্রমণকারীর ভিডিও ফুটেজে ডিজেলের ছবি দেখে এই জুটি যেমন খুশি তেমনই তাজ্জব। ভিডিওতে দেখা গেছে, বন্য এলকের (হরিণজাতীয় প্রাণী) দলে ভিড়ে মনের সুখে দিন কাটাচ্ছে পলাতক গাধাটি। ক্যালিফোর্নিয়ার অবার্নের বাসিন্দা টেরি ও ডেভ ভিডিওটি দেখে নিশ্চিত যে এই গাধাটিই তাঁদের হারিয়ে যাওয়া </span></span></span><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">ডিজেল</span></span></span><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">। ছবি বলছে, বুনো এলক পরিবারের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছে সে। টেরি ও ডেভের ধারণা, তাঁদের পোষা ডিজেল এখন রীতিমতো বন্য গাধা হয়ে গেছে। ডিজেল যে বেঁচে আছে এতেই তাঁরা খুশি। গাধাটিকে তাঁরা আর পারলেও বন থেকে ধরে আনবেন না। চাইছেন যে তার নতুন এলক পরিবারের সঙ্গেই বনে বিচরণ করে বেড়াক। ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার ক্লিয়ার লেক এলাকায় বেড়াতে যাওয়ার সময় গাধাটিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ডেভ। এক পর্যায়ে হঠাৎ ভয় পেয়ে দল থেকে পালিয়ে গিয়েছিল এটি।  এরপর বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক গাধাটিকে ব্যাপক খুঁজেও ব্যর্থ হয়। এর কয়েক মাস পর ওই এলাকায় একটি সিসি ক্যামেরার ফুটেজে গাধাটিকে শেষবার দেখা গিয়েছিল। চলতি মাসে ম্যাক্স ফেনেল নামের এক ভ্রমণকারী একপাল এলকের তৃণভূমিতে চরে বেড়ানোর দৃশ্য ভিডিও করেন। সেই পালেই দেখা যায় গাধা ডিজেলকে। ম্যাক্স তাঁর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে টেরি ও ডেভ তাঁদের পোষা গাধাটির সন্ধান পান। </span></span></span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">টেরি বলেন, এলক আর গাধা সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রাণী। অথচ তারা একে অন্যের সঙ্গে মিশে গেছে। ওই অঞ্চলে আর কোনো বুনো গাধাও ছিল না। ডিজেলকে হারিয়ে ফেলার পর পোষার জন্য আরেকটি গাধা জোগাড় করেন টেরি ও ডেভ। সূত্র : বিবিসি</span></span></span></span></span></span></p>