<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><span style="letter-spacing:.1pt">বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভোরে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম রুয়াল থান লিয়ান বম (৩৩)। তিনি রুমা উপজেলার আর্থাপাড়ার বাসিন্দা। এ নিয়ে গত ১৬ দিনে মোট ৬৬ জনকে গ্রেপ্তার করা হলো। তাঁদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।</span></span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইনের আদালতে  গ্রেপ্তার করা ৫৭ জনকে হাজির করা হয়। রুমা ও থানচিতে ব্যাংকে সন্ত্রাসী হামলা এবং অস্ত্র ও টাকা লুটের দুটি মামলায় কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতায় তাঁদের গ্রেপ্তার করা হয়। ৫৭ জনের মধ্যে ৫৩ জনকে জিজ্ঞাসাবাদে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্য চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রিমান্ডে পাঠানো ৫৩ জনের মধ্যে ১৮ জন নারী। অন্তঃসত্ত্বা এক নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে রুয়াল থান লিয়ান বম নামের অপর যুবককে গতকাল বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত এবং কেএনএফ সংশ্লিষ্টতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে করা বহুল আলোচিত মামলায় আসামিদের হাজির করার আগে আদালত ভবন ও আশপাশের সড়কগুলোতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।</span></span></span></span></span></span></span></span></p> <p> </p>