খতনার জন্য অজ্ঞান করার পর এক শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর সাঁতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত রবিবার হাসপাতালটি বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তর বলেছে, নিবন্ধন ছাড়াই এতদিন ধরে চলছিল প্রতিষ্ঠানটি। এমনকি এই নামে কখনো নিবন্ধনের আবেদনও করা হয়নি।
এমন পরিস্থিতিতে গতকাল শিশুটির মৃত্যুর কারণ অনুসন্ধান করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সারা দেশে নিবন্ধিত ও অনুমোদনহীন কত বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, এর তালিকা দিতে বলা হয়েছে। এ ছাড়া গত ১৫ বছরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসায় অবহেলাজনিত কারণে কতজনের মৃত্যু হয়েছে, সেই তালিকাও দিতে বলা হয়েছে।
গতকাল সোমবার সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের মূল প্রবেশ পথে বড় ব্যানারে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
ব্যানারে লেখা—‘ইউনাইটেড মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সকল কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে’।
পরিদর্শনে যেসব অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নির্মীয়মাণ ভবনে চিকিৎসাসেবা পরিচালনা করছিল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিবেশের ছাড়পত্র, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা, হাসপাতালের অর্গানোগ্রাম বা জনবলের তালিকা পাওয়া যায়নি।
অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের জুনে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড নামের একটি জেনারেল হাসপাতালের আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিয়ম অনুযায়ী, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের নিবন্ধনের ভিন্নতা রয়েছে। এ ছাড়া আলাদা হোল্ডিং হওয়ায় মাদার কম্পানি নামে নিবন্ধনের সুযোগ নেই।
বেসরকারি জেনারেল হাসপাতালের নিবন্ধন বাবদ সরকারি ফি দুই লাখ টাকা। মেডিক্যাল কলেজ হাসপাতালের ফি আড়াই লাখ টাকা। ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড নামে নিবন্ধনের জন্য যে আবেদন করে, তা বাবদ স্বাস্থ্য অধিদপ্তরকে দুই লাখ টাকা দিয়েছে তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান কালের কণ্ঠকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল কলেজ হাসপাতাল নামে কোনো নিবন্ধন দেখাতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া নির্মীয়মাণ ভবনে চিকিৎসাসেবা পরিচালনা করে আসছে, যা সরকারের প্রচলিত আইনের পরিপন্থী।
হাসপাতাল কর্তৃপক্ষ যা বলছে
ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘যথাযথ নিয়ম মেনে মূল প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড নামে নিবন্ধনের আবেদন করা হয়েছে। আবেদনে যে ত্রুটি রয়েছে, এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর আমাদের আগে কোনো চিঠি বা নোটিশ দেয়নি।’
হাসপাতালের পাবলিক রিলেশন ও কমিউনিকেশন ম্যানেজার আরিফুল হক বলেন, আজ (গতকাল) সকাল থেকে সাঁতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে মেডিক্যাল কলেজ ও গুলশানের ইউনাইটেড হাসপাতাল কার্যক্রম চালু রয়েছে।
নিবন্ধিত ও অনুমোদনহীন হাসপাতালের তালিকা দিতে হাইকোর্টের নির্দেশ
রাজধানীর বাড্ডায় ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ বছর বয়সী শিশু আয়ানের মৃত্যুর কারণ অনুসন্ধান করে সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এসংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার রুলসহ এ আদেশ দেন।
শিশু আয়ানের মৃত্যুতে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে শিশুটির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ কোটি টাকা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
পাঁচ বছর বয়সী আয়ানকে খতনা করানোর জন্য গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার সাঁতারকুল এলাকার ইউনাইটেড মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে গিয়েছিল তার পরিবার। অ্যানেসথেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি তার। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ৭ জানুয়ারি সেখানেই মৃত্যু হয় শিশুটির।