খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে জিয়া হলের পরিত্যক্ত ফাঁকা জায়গায় জুলাই স্মৃতি উদযাপন আয়োজনে মেলা বসানো নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির কথোপকথনের অডিও ফাঁস হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ধারী জহুরুল হক তানভীর ও সাজ্জাদুল ইসলাম আজাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে খুলনায় ব্যাপক গুঞ্জন চলছে।
মেলার আয়োজক বগুড়ার মন্টু ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্ব্বাধিকারী মন্টুর কাছে চাঁদা দাবির এক মিনিট ৩৬ সেকেন্ডের একটি কল রেকর্ডের অডিও ফাঁস হয়।
গত রবিবার থেকে এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ফাঁস হওয়া রেকর্ডে সাজ্জাদুল ইসলাম আজাদকে মেলার আয়োজকের কাছে ১০ লাখ টাকা দাবি করতে শোনা যায়। কল রেকর্ডে আয়োজক মন্টুকে বলতে শোনা যায়, ‘আমার দ্বারা সবাইকে কি ঠাণ্ডা করা সম্ভব? আমার কাছে দুই টাকা (দুই লাখ) রেডি আছে, আপনি বললে এখনই দিয়ে যাব।’
জবাবে আজাদ বলেন, ‘আমি পারব সবাইকে ঠাণ্ডা করতে, অন্তত সবাই ঠাণ্ডা থাকবে, কেউ ওই দিকে ঘুরেও তাকাবে না, যদি ১০ টাকা (১০ লাখ) দেন।
আর যদি না দেন, তাহলে আজ এ গ্রুপ যাবে, কাল অন্য গ্রুপ যাবে, আপনি কয়জনকে ঠাণ্ডা করবেন?’
এ সময় মন্টু বলেন, ‘আমার দ্বারা তো সবাইকে ঠাণ্ডা করা সম্ভব না।’
জবাবে আজাদ বলেন, ‘আপনার পুলিশ কমিশনারও ঠাণ্ডা করতে পারবে না, বলে দিয়েন তারে।’
পরে মন্টু বলেন, ‘আপনাদের ছোট ভাইয়েরা এসে তানভীর ভাইয়ের কথা বলছে।’
জবাবে আজাদ বলেন, ‘মেলা ভাঙতে তো আমরা কাউকে পাঠাইনি, তাহলে ওদেরই দিয়ে দেন।
’
মন্টু বলেন, ‘দুই টাকা দিবার চাচ্ছি, আজকেই আসতেছি, ভাই। আর প্রতি গ্রুপে তো দিতে পারব না, ভাই। আপনারা বড় ভাই হয়ে যদি কন্ট্রোল করতে না পারেন।’
এ বিষয়ে মেলার আয়োজক মন্টু বলেন, ‘ফাঁস হওয়া রেকর্ডিং আমার এবং সাজ্জাদের কল রেকর্ডিং। রেকর্ডিংয়ে যা শুনেছেন, সব সত্য।
’ অবশ্য কল রেকর্ডটি মন্টুর মোবাইলের কাছে বসে ভিডিও করা—এটি বোঝা যাচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের আহবায়ক আল শাহরিয়ার বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। ঢাকায় বসেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, ‘পুলিশ কমিশনারের শ্যালক মন্টু আমার কাছে কমপক্ষে ১০০ বার ফোন দিয়েছে। ওর কাছে আমি কখনো টাকা-পয়সা চাই নাই, কোনো কিছুই চাই নাই। ওর সঙ্গে কোনো টাকা-পয়সা লেনদেন হয়নি। এটা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে। এটা তো ছয় মাস আগের ঘটনা। ও তো টাকা নিজেই অফার করেছে। যদি জবরদস্তি করতাম, তাহলে এত দিন বলতে পারত। এখন কেন বলছে?’
জহুরুল হক তানভীর খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের অনার্সের শিক্ষার্থী এবং সাজ্জাদুল ইসলাম আজাদ একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী। তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সদস্যসচিব ও মুখ্য সংগঠক। গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নানা কর্মসূচিতেও তাঁদের সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার বায়তুল মোকাররম মসজিদ ও খুলনা প্রি-ক্যাডেট স্কুলসংলগ্ন মাঠে এক মাসের জন্য খুলনা শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়ে দেড় মাস চলে। পরে পত্রিকায় খবর ছাপা হলে সেটি বন্ধ হয়। ওই মেলার আয়োজক ছিল মন্টু ইভেন্ট ম্যানেজমেন্ট, যেটি পরিচালনা করেন সাবেক এমপি এস এম কামালের সহযোগী রাসেল ওরফে মেলা রাসেল।
কারণ দর্শানোর নোটিশ : এদিকে মেলার আয়োজকের কাছে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ ওঠায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির সদস্যসচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনের অফিশিয়াল ফেসবুক পেজে গত সোমবার রাতে শোকজের চিঠি আপলোড করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের স্বাক্ষর করা শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, ‘সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড একজন দায়িত্বশীল হিসেবে আপনার অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এবং সংগঠনের ভাবমূর্তির জন্য হানিকর। কেন আপনার বিরুদ্ধে স্থায়ীভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা এই নোটিশ প্রাপ্তির ৩ (তিন) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সংগঠন আপনার বিরুদ্ধে একতরফা সাংগঠনিক সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে।’