বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ এখনো আছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমাদের নির্বাচন কমিশনাররা তফসিল পুনর্নির্ধারণের কথা বলেছেন। এর অর্থ এই নয় যে ভোটের তারিখ পেছানো হবে। বিএনপি ভোটে এলে তখন তফসিল পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে।’
গতকাল রবিবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপিকে একবার-দুবার নয়, ১০ বার আমন্ত্রণ জানিয়েছি। তারা আসেনি। এখনো সময় আছে, আসবে আশা করি। সমঝোতা হলে আমাদের জন্য সহজ হয়ে যায়। তারা যদি আসে পুরো জাতির জন্য তা সৌভাগ্য হবে। আমরা চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক।’
সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত আলোচনা করে
সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিইসি বলেন, ‘সেনাবাহিনী (সশস্ত্র বাহিনী) নিয়ে একেবারে শেষ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। যদি প্রয়োজন মনে করি, চাইলে তারা (সরকার) আমাদের দেবে।
এ নিয়ে কোনো সংশয় নেই।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘প্রশাসনের রদবদল কে কখন করেছিল? বিচারপতি লতিফুর রহমান সাহেব করেছেন। তিনি সিইসি ছিলেন কি না জানি না। তিনি তত্ত্বাবধায়ক সরকারপ্রধান ছিলেন। আমরা নির্বাচনের স্বার্থে যেটা ভালো মনে করব, সেটাই করব।
আমরা এখতিয়ারের বাইরে যাব না। এখতিয়ারের মধ্যে যা আছে করব।’
আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘বলা হচ্ছে, প্রধানমন্ত্রী একটি বৈঠক করেছেন। আইনে প্রার্থীর কথা বলা আছে। এ ক্ষেত্রে এখন যে কেউ প্রচার চালাতে পারে। কেননা, এখনো কেউ প্রার্থী হয়নি। এ ছাড়া কোন আইনে বলা আছে যে দলের মনোনয়নপত্র বিক্রির সময় শোডাউন করা যাবে না? এটা বলা নেই।’
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
আন্ত মন্ত্রণালয় সভা মঙ্গলবার
সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা প্রসেসিং, ছাড়পত্র, এয়ারপোর্ট হেল্পডেস্ক স্থাপন, মিডিয়া সেল স্থাপন, স্বাস্থ্যসেবা প্রদান, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে আন্ত মন্ত্রণালয় সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৮ নভেম্বর সকাল ১১টায় ইসি সচিবালয়ের সম্মেলনকক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। সভায় প্রতিনিধি পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নন, এমন একজন প্রতিনিধিকে পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া প্রতিনিধি পাঠাতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলকে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশ ও সংস্থার ৮০ জন পর্যবেক্ষক আসার কথা জানিয়েছে ইসি। এ ছাড়া ৩৮ দেশ ও সংস্থাকে পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে ইসি।
ইসির সঙ্গে ইইউ বৈঠক
২৯ নভেম্বর বিকেল ৩টায় ইসির সঙ্গে বৈঠকে অংশ নেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর আগে সিইসিকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বৈঠক করতে চেয়ে ই-মেইলে ২২ নভেম্বর চিঠি দিয়েছিলেন। চিঠিতে বৈঠকের জন্য ২৭ নভেম্বর সময় চেয়েছিলেন। বেশির ভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে ঢাকার বাইরে থাকায় সিইসি ২৯ নভেম্বর তাঁদের সময় দিয়েছেন বলে জানা গেছে।
মনোনয়নপত্র জমাদানের সময় বাড়ানোর দাবি
মনোনয়নপত্র জমাদানের সময় সাত দিন বাড়ানোর দাবি জানিয়ে ইসিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। গতকাল মুক্তিজোটের পরিচালনা বোর্ডের প্রধান মো. শাহজামাল আমিরুল এই স্মারকলিপি দেন। স্মারকলিপিতে নিবন্ধিত দলটি জানায়, দেশে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। কিন্তু নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক। আমরা চাই ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে। সেই সঙ্গে ইসিকে অনুরোধ, সবার অংশগ্রহণ নিশ্চিত করতে মনোনয়নপত্র জমাদানের তারিখ সাত দিন বাড়ানো হোক।